আইপিএলের প্রতি নিলামের আগেই নাম পাঠান বাংলাদেশের ক্রিকেটাররা। খেলার সুযোগ পান কেবল সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমান। তবুও আশা ছাড়েন না সুযোগ না পাওয়া সদস্যরা। এবারও আইপিএলের নিলামে নাম পাঠাতে আগ্রহ দেখিয়েছেন দেশের ৯ জন ক্রিকেটার।
সাকিব, মুস্তাফিজ ছাড়া বাকিরা হলেন মুশফিক, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী ও শেখ মেহেদী। শনিবার পর্যন্ত অনলাইন ফরম পূরণ করেছেন চারজন সাকিব, মুস্তাফিজ, মুশফিক ও মিরাজ। বাকিরা ফরম পূরণ করেছেন কিনা জানা নেই বিসিবি কর্মকর্তাদের।
আইপিএল কর্তৃপক্ষ এরই মধ্যে সাকিব-মুস্তাফিজের নাম প্রকাশ করেছে। নিলামের তালিকাভুক্তও হয়েছেন তারা। শেষ পর্যন্ত ৯ জন ফরম পূরণ করলেও কতজনকে নিলামে রাখা হয়, সেটাই দেখার।
যাযাদি/এসএইচ
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd