১৯৯৮ সালের পর আবার পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। পূর্ণাঙ্গ সিরিজ খেলবে প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চরা। কিন্তু ২৪ বছর পর পাকিস্তান সফর নিয়ে চাপেই আছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। কারণ একটাই, নিরাপত্তা। ২০০৯ সালে পাকিস্তানের মাটিতে শ্রীলঙ্কা দলের ওপর জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তান ক্রিকেট বিশ্বে ব্রাত্য হয়ে পড়েছিল। গত কয়েক বছরে আবার একাধিক দেশ পাকিস্তানের মাটিতে খেলতে গেছে। কিন্তু পরিস্থিতি আবার বদলে যাচ্ছে। নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান পৌঁছেও সিরিজ না খেলে ফিরে গেছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডও সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই অবস্থায় পাকিস্তান ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড সব দিক থেকে ভেবে চিন্তে সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। খেলা শুরু হবে মার্চের ৩ তারিখ থেকে। পাকিস্তান সফরে যাওয়ার মাস খানেক আগে একদমই স্বস্তিতে নেই অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। একই কথা বলছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম। তাদের দাবি, নিরাপত্তার কারণেই পাকিস্তান সফর নিয়ে কিছুটা হলেও অস্বস্তিতে রয়েছেন কামিন্সরা। পাকিস্তানের মাটিতে তিনটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ ও একটি টি-২০ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। যাযাদি/এসএইচ
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd