নতুন বছরে মাঠে নামার আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২২, ১৩:১৮

যাযাদি ডেস্ক

 

 

২০২১ সালে দারুণ সফল একটা সময়ই কাটিয়েছে আর্জেন্টিনা কোপা আমেরিকা জয়, বছরজুড়ে অপরাজিত থাকার কীর্তি গড়েছে দলটি এমন একটা বছর কাটিয়ে ২০২২ সালে পা রেখেছে দলটি আগামীকাল সকালে চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে দলটি আনুষ্ঠানিকভাবে নতুন বছরটা শুরু করবে তবে তার আগেই আলবিসেলেস্তেরা পেল এক দুঃসংবাদ কোচ লিওনেল স্ক্যালোনি করোনায় আক্রান্ত হয়েছেন যে কারণে বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচে তাকে ডাগআউটে পাচ্ছে না মেসিহীন আর্জেন্টিনা

 

আর্জেন্টিনা দলে আগে থেকেই নেই লিওনেল মেসি করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে পূর্ণ ছন্দে ফিরতে যে সময় দরকার, সেটাই তাকে দিয়েছেন কোচ স্ক্যালোনি আকাশী সাদারা তাই আগে থেকেই কিছুটা শক্তি হারিয়েছিল এবার হারালো আরও, করোনার কারণে কোচ স্ক্যালোনিই যে থাকবেন না ডাগআউটে!

 

শুধু স্ক্যালোনিই নন আর্জেন্টিনা দলের আরও দুইজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন কোচ স্ক্যালোনির সঙ্গে সহকারী কোচ পাবলো আইমার   মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারও করোনায় আক্রান্ত হয়েছেন শেষ জনের সংস্পর্শে এসেছিলেন আরেক মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়াও ফলে তিনিও দলের সঙ্গে চিলিতে যেতে পারছেন না

 

কোচ লিওনেল স্ক্যালোনি অবশ্য অবশিষ্ট সদস্যদের ওপর যথেষ্ট আস্থাশীল সংবাদ সম্মেলনে বললেন, ‘আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে ওয়াল্টার স্যামুয়েলস, রবার্তো আয়ালা, ডিয়েগো প্লাসেন্তে থাকবেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গত রাতে করোনা পজিটিভ এসেছে, সে আর তার সংস্পর্শে থাকা বুয়েন্দিয়া দলের সঙ্গে যাচ্ছে না

 

তবে আর্জেন্টাইন এই কোচ অবশ্য জানালেন, তিনি ভালোই আছেন, শুধুমাত্র পিসিআর টেস্ট পজিটিভ আসাতে দলের সঙ্গে যাত্রায় শামিল হতে পারছেন না বললেন, ‘আমি বিষয়টা পরিষ্কার করতে চাই যে, আমি ভালো বোধ করছি আমার মনে হচ্ছি আমি সুস্থই আছি, তবে পিসিআর টেস্টের ফলাফল পজিটিভই আসছে সেটাই সমস্যা কারণে আমি চিলিতে ঢুকতে পারব না

 

চিলির মাঠে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টা ১৫ মিনিটে মাঠে নামবে আর্জেন্টিনা ১৩ ম্যাচ থেকে ২৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে স্ক্যালোনির দল, নিশ্চিত করে ফেলেছে বিশ্বকাপ অন্য দিকে চিলির বিশ্বকাপ যাত্রা ঝুলছে সুতোয় ১৪ ম্যাচ থেকে মাত্র ১৬ পয়েন্টই পকেটে পুরতে পেরেছে দলটি

 

যাযাদি/এসএইচ