বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কোহলি এক শতকেই ভাঙবেন টেন্ডুলকারের রেকর্ড

যাযাদি ডেস্ক
  ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৩

৮০৬ দিন ৫৬ ম্যাচ ৬৫ ইনিংস হাজার ৩০২ রান ২৩টি অর্ধশতক শতক? ! ব্যাটসম্যানের নাম বিরাট কোহলি ৩৩ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যানের দীর্ঘ রানখরা হঠাৎ আবিষ্কৃত কিছু নয় নিয়ে আলোচনাও কম হচ্ছে না তবু এখনো যেন বিশ্বাস হতে চায় না ব্যাটসম্যানের নাম বিরাট কোহলি বলেই! শতক হাঁকানো যাঁর কাছে ড্রয়িংরুমে আয়েশে বই পড়ার মতোইকষ্টসাধ্যছিল, সেই কোহলিই ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর থেকে অনেক ঘাম ঝরিয়েও তিন অঙ্কের দেখা পাচ্ছেন না

কিন্তু নামটা কোহলি বলেই হয়তো এখনো শতকের রেকর্ডে নামটা প্রাসঙ্গিক এই যে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ওয়ানডের সিরিজই কোহলি শুরু করবেন শচীন টেন্ডুলকারের শতকের একটা রেকর্ড ভাঙার হাতছানি নিয়ে

রেকর্ডটা ওয়ানডেতে কোনো এক দলের বিপক্ষে সবচেয়ে বেশি শতকের টেন্ডুলকারের সঙ্গে এই মুহূর্তে রেকর্ডটাতে ভাগাভাগি কোহলির ভারতীয় ব্যাটিং কিংবদন্তি ৯টি শত হাঁকিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, কোহলির শতক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অবশ্য একদিক থেকে দেখলে রেকর্ডে কোহলিই এগিয়ে-শতকপ্রতি ইনিংসের হিসাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে শতক পেতে টেন্ডুলকারের লেগেছে ৭০ ইনিংস, কোহলি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শতক পেয়েছেন ৩৮ ইনিংসে!

তবে রেকর্ড তো আর এভাবে হিসাব করে না, সেখানে শুধু শতকের সংখ্যাই মুখ্য সেই হিসাবেও টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে আর একটি শতক দরকার কোহলির, সে জন্য আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু সিরিজে তিনটি ম্যাচ তো পাচ্ছেনই! তবে রেকর্ডটা শুধুই কোহলির হওয়া নিয়ে শঙ্কা জাগাতে পারে তাঁর গত দুই বছরের বেশি সময়ে গড়ানো শতক-খরা

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে