বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাজারতম ম্যাচে ভারতের দাপুটে জয়

যাযাদি ডেস্ক
  ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৬

ভারতের হাজারতম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রবিবার সিরিজের প্রথম ম্যাচে উইকেটে জিতেছে স্বাগতিকরা ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৭৭ রানের সহজ লক্ষ্যমাত্রায় হেসেখেলেই পৌঁছে গেছেন ভারতীয় ক্রিকেটাররা ১৩২ বল হাতে রেখে জিতেছে তারা জয়ের মাধ্যমে সমগ্র ভারতকে বিশেষ উপহার দিয়েছেন রোহিত শর্মারা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচ জিতে হাজারতম ম্যাচ স্মরণীয় করে রাখল বিরাট কোহলিরা রবিবার ভারতের আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে টস জিতে কাইরন পোলার্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ম্যাচের আগের দিন ক্যারিবীয় অধিনায়ক কাইরন পোলার্ড বলেছিলেন, ভারতে পুরো ৫০ ওভার ব্যাটিং করার লক্ষ্য তার দলের

কিন্তু প্রথম ম্যাচে সেই লক্ষ্য ছোঁয়া হয়নি ক্যারিবীয়দের ইনিংসের . ওভার বাকি থাকতেই ১৭৬ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ মাত্র ২৩ ওভারের মধ্যে উইকেট পড়ে যাওয়ার পর হাল ধরেছিলেন জেসন হোল্ডার ফাবিয়ান অ্যালেন টস হেরে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই প্রথম উইকেটে শাই হোপকে () হারায় ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় উইকেট জুটিতে ৩১ রান যোগ করেন ব্রেন্ডন কিং ড্যারেন ব্রাভো দলীয় ৪৪ রানে কিং (১৩) ৪৫ রানে আউট হন ব্রাভো (১৮) একই অবস্থা হয় শামার ব্রুকস (১২) নিকোলাস পুরানের (১৮) রানের খাতাই খুলতে পারেননি অধিনায়ক পোলার্ড যুবেন্দ্র চাহালের প্রথম বলেই ছক্কা হাঁকাতে গিয়ে নিজের স্টাম্প হারিয়েছেন অলরাউন্ডার আকিল হোসেনও শূন্য রানে আউট হওয়ার পর ২২. ওভারে উইকেটে ৭৯ রানের দলে পরিণত হয় ওয়েস্ট ইন্ডিজ অষ্টম উইকেট জুটিতে ৭৮ রান যোগ করেন হোল্ডার অ্যালেন ইনিংসের ৩৮তম ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরার আগে চারের মারে ৪৩ বলে ২৯ রান করেন অ্যালেন অন্যপ্রান্তে ক্যারিয়ারের ১১তম ফিফটি তুলে নেন হোল্ডার তার ব্যাটেই দুইশ ছোঁয়ার স্বপ্ন দেখছিল সফরকারীরা কিন্তু ৪১তম ওভারে কৃষ্ণার হালকা লাফিয়ে ওঠা ডেলিভারিতে উইকেটের পেছনে ধরা পড়েন দলকে বিপদ থেকে উদ্ধার করা হোল্ডার আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৪টি ছক্কার মারে ৫৭ রানের ইনিংস শেষ দিকে আলজারি যোসেফ একটি করে চার ছয়ের মারে ১৩ রান করলে ১৭৬ রান পর্যন্ত যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ভারতের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন লেগস্পিনার চাহাল এছাড়া ওয়াশিংটন সুন্দর ৩টি, কৃষ্ণা ২টি মোহাম্মদ সিরাজ নিয়েছেন ১টি উইকেট

১৭৭ রানের টার্গেটে দারুণ শুরু করেছিলেন রোহিত শর্মা ঈশান কিষাণ প্রথম ১৩ ওভারে উদ্বোধনী জুটিতে এসেছিল ৮৪ রান অতঃপর যোসেফ আলজারির বলে এলবিডব্লিউর শিকার হয়ে ব্যক্তিগত ৬০ রানে সাজঘরে ফেরেন রোহিত শর্মা একই ওভারে ভারত হারায় আরেকটি উইকেট দুই চারের মাধ্যমে চার বল খেলে কেমার রোচের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি চৌদ্দতম ওভারে দুইটি উইকেট উপর্যুপরি চলে যাওয়ার পর থাকতে পারেনি ঈশান কিষাণও ১৭তম ওভারে আকিল হোসেনের বলে ব্যক্তিগত ২৮ রানে ফ্যাবিয়ান অ্যালানের হাতে ক্যাচ উঠিয়ে সাজঘরে ফেরেন তিনি পরের ওভারেই যোসেফ আলজারির রানআউটের শিকার হয়ে মাঠ ছাড়তে হয়েছে ঋষভ পন্তের ওভারে ৪টি উইকেট হারানোর পর ভারতের হাল ধরে দীপক হুদা সুরিয়াকুমার যাদব শেষ পর্যন্ত যাদব ৩৪ রানে এবং দীপক ২৬ রানে অপরাজিত ছিলেন তাদের ধীর ব্যাটিংয়ে ১৩২ বল হাতে রেখেই উইকেটের জয় তুলে নেয় ভারত

এই ম্যাচের মাধ্যমে ক্রিকেট ইতিহাসে হাজারতম ওয়ানডে খেলার রেকর্ড গড়েছে ভারত গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস করার মাধ্যমে ক্রিকেট বিশে^ প্রথম দল হিসেবে রেকর্ড অর্জন করেছেন রোহিত শর্মারা তবে ওয়ানডে ক্রিকেটে ভারতের রেকর্ড হলেও টেস্টে অনেক আগেই হাজারতম ম্যাচের মাইলফলক পার করেছে ইংল্যান্ড পর্যন্ত ইংল্যান্ড টেস্ট খেলেছে ১০৪৫টি প্রথম দল হিসেবে হাজারতম ম্যাচ খেলার গৌরব অর্জন করার আগে অভিনন্দন বার্তা জানিয়েছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার অভিনন্দন বার্তায় ক্রিকেট ঈশ^ বলেছেন, এটি একটি বড় অর্জন এই বিষয়টি নিয়ে পুরো দেশের গর্ব করা উচিত এই হাজারতম ওয়ানডে উদযাপনের সময় সাবেক এবং বর্তমান বিসিসিআই খেলোয়াড় কর্মকর্তাদের অবদানকে স্বীকার করতে হবে ভারতের ১০০০তম ওয়ানডে খেলা একটি বিশাল কৃতিত্বের আমি সব ক্রিকেটার, কর্মকর্তা ভক্তদের শুভেচ্ছা জানাতে চাই ৪৭ বছর ধরে যেভাবে সবাই পাশে থেকে এটিকে সফল করেছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাতে চাই

ভারতের ইতিহাস গড়ার উদযাপন নিয়ে বিসিসিআইয়ের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, এই উপলক্ষে কোনো বড় ধরনের উদযাপন হবে না যা হবে বায়ো-বাবলের মধ্যেই হবে আমাদের কোভিড-১৯ প্রটোকল অনুসরণ করতে হবে, তাই বড় উদযাপন সম্ভব হবে না

১৯৭৪ সাল থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ভারত ওয়ানডে ম্যাচ খেলেছে ১০০০টি এর মধ্যে জিতেছে ৫১৯টি ম্যাচে এবং হেরেছে ৪৩১টিতে ভারতের হয়ে সর্বাধিক ওয়ানডে ম্যাচ খেলেছেন শচিন টেন্ডুলকার তিনি ৪৬৩টি ওয়ানডেতে ৪৫ গড়ে ১৮ হাজার ৪২৬ রান করেছেন একদিনের ক্রিকেটে শচিন টেন্ডুলকার ৪৯টি সেঞ্চুরি এবং ৯৬টি হাফ সেঞ্চুরি করেছেন

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে