বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মিশরকে হারিয়ে ইতিহাস গড়ল সেনেগাল

যাযাদি ডেস্ক
  ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৪

একটি অপেক্ষার অবসান হতোই মিশরের এক যুগের কিংবা সেনেগালের এক জীবনের টাইব্রেকারে হলো নিষ্পত্তি সেখানে এক রকম পাপমোচনই করলেন সাদিও মানে ্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করতে ্যর্থ হওয়া তারকা ফরোয়ার্ড টাইব্রেকারে শেষ শটে দলকে তুললেন নতুন উচ্চতায় সেনেগাল পেল অনির্বচনীয় স্বাদ, আফ্রিকান নেশন্স কাপের শিরোপা!

্যামেরুনের ওলেম্বে স্টেডিয়ামে রবিবার রাতে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটও খেলা গোলশূন্য থাকলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে সেখানে - গোলে জিতে প্রথম শিরোপার উচ্ছ্বাসে ভাসে সেনেগাল আফ্রিকার রেকর্ড ্যাম্পিয়ন মিশর তাদের সাত শিরোপার সবশেষটি জিতেছিল ২০১০ সালে ২০১৭ আসরে ফাইনালে উঠলেও সেবার পারেনি দলটি ২০০২ সবশেষ ২০১৯ আসরের রানার্সআপ সেনেগাল তৃতীয় চেষ্টায় পারল ঘরে নিল আফ্রিকার ফুটবল শ্রেষ্ঠত্বের ট্রফি

মহামারিকালে কঠিন এক অবস্থায় হয়েছে এবারের আফ্রিকান নেশন্স কাপ সেখানে প্রাণবন্ত ফুটবল উপহার দিয়েছে সেনেগাল আর মিশর যেন বারবার ্যাচ টেনে নিতে চেয়েছে টাইব্রেকারে নকআউট পর্বের শুরু থেকে তাদের টানা চার ্যাচই গড়াল অতিরিক্ত সময়ে এর তিনটির নিষ্পত্তি হলো টাইব্রেকারে আগের দুইবার গোলরক্ষকের বীরত্ব আর নিজেদের সবাই জালের দেখা পাওয়ায় জয়ের খুশিতে মাঠ ছাড়ে মিশর এবার চোখের জলে বিদায় নিতে হলো মোহামেদ সালাহদের

সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছিলেন গোলরক্ষক মোহামেদ আবু গাবাল মূল ্যাচে মানের স্পট কিক ঠেকানোর পর টাইব্রেকারে ফেরান বোনা সারের শট সেনেগালের হয়ে কালিদু কলিবালি, আব্দু দিয়ালো, বাম্বা মানে জালের দেখা পান বেশির ভাগ শটেই ঠিক দিকে ঝাঁপ দিয়েছিলেন মিশরের গোলরক্ষক জিজুর গোল দিয়ে শুরু হয় মিশরের স্পট কিক এরপর মোহামেদ আব্দেলমোনেমের শট ্যর্থ হয় বাঁদিকের পোস্টে লেগে মারওয়ান হামদি গোল করার পর মোহামেদ লাশিনের শট ঠেকিয়ে দেন মঁদি

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে