করোনা নেগেটিভ সাকিব, যোগ দিচ্ছেন দলে
প্রকাশ | ১৩ মে ২০২২, ১১:৫৫

করোনায় আক্রান্ত হওয়ার চার দিনের মাথায় নেগেটিভ হলেন সাকিব আল হাসান। চট্টগ্রাম টেস্ট শুরু হওয়ার দুই দিন আগে এই সুখবর পেল বাংলাদেশ। করোনামুক্ত হওয়ার পরপরই দলের সঙ্গে চট্টগ্রামে যোগ দিচ্ছেন বাঁহাতি অলরাউন্ডার। এই খবর নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
প্রধান নির্বাচক রাইজিংবিডিকে বলেন, 'সাকিব করোনা নেগেটিভ হয়েছে। দলের সঙ্গে সে যোগ দিচ্ছে।' বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম রাইজিংবিডিকে বলেন, 'সাকিব চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবে। কোভিড নেগেটিভ হয়েছে, কিন্তু এখনও ফিট কি না তা নিশ্চিত না। কোভিড প্রটোকল অনুযায়ী সে ফিট থাকলে তবে অনুশীলন শুরু করবে। মেডিকেল বিভাগ ছাড়পত্র দিলে সে শুরু করবে।'
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর গত ১০ মে করোনা পজিটিভ হন সাকিব। এরপর বাসায় সেল্ফ আইসোলেশনে থাকেন এই অলরাউন্ডার। চট্টগ্রাম টেস্টের দল থেকে তার ছিটকে যাওয়ার বিষয়টি জানিয়েছিল ক্রিকেট বোর্ড।
গতকাল করোনা টেস্ট করালে নেগেটিভ আসে সাকিবের। তৈরি হয় খেলার সম্ভাবনাও। আজ আরো একটি টেস্ট হওয়ার কথা রয়েছে। দুপুরে রওনা দিতে পারেন চট্টগ্রামের পথে। এরপর যদি মেডিকেল বিভাগ ফিট বলে ছাড়পত্র দেন তবে অনুশীলন শুরু করতে পারবেন।
যাযাদি ডেস্ক