শিরোপা ধরে রাখতে জীবন দিয়ে দেব: গার্দিওলা

প্রকাশ | ১৬ মে ২০২২, ১৪:৩১

যাযাদি ডেস্ক

ওয়েস্টহ্যামের সঙ্গে জিতলেই হিসেবটা শেষ হয়ে যেত ম্যানচেস্টার সিটির শেষ ম্যাচে বড় ব্যবধানে না হার এড়ালেই চলত কিন্তু সুযোগ পেয়েও জয় হাতছাড়া করায় কাজটা কিছুটা হলেও শঙ্কায় পড়েছে সিটিজেনদের তবে শিরোপা ধরে রাখতে প্রাণপণ লড়াই করার প্রত্যয় ঝরে সিটি কোচ পেপ গার্দিওলার কণ্ঠে

 

রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মাঠে - গোলে ড্র করেছে ম্যানসিটি জ্যারড বাওয়েনের জোড়া গোলে পিছিয়ে থেকে বিরতিতে গিয়েছিল তারা জ্যাক গ্রিলিশ ব্যবধান কমানোর পর ভ্লাদিমির কৌফালের আত্মঘাতী গোলে সমতা টানে গার্দিওলার শিষ্যরা ৮৬তম মিনিটে মাহরেজের স্পট-কিক গোলরক্ষক লুকাস ফাবিয়ান্সকি ঠেকিয়ে দিলে জয় পাওয়া হয়নি তাদের

 

সবমিলিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ এবার ব্যাপক জমে উঠেছে অপেক্ষায় জমজমাট শেষ রাউন্ডের লড়াইয়ের তবে এর আগে মঙ্গলবার সাউদাম্পটনের মাঠে জিততে হবে লিভারপুলের হারলে শেষ রাউন্ডে নামার আগেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে সিটিজেনদের তবে সাম্প্রতিক সময়ের ফলাফলে এমনটা হওয়ার সম্ভাবনাই কম ফয়সালা হতে পারে শেষ রাউন্ডেই

 

তবে কিছুটা সুবিধা রয়েছে সিটির শেষ ম্যাচটি হবে ইতিহাদে সে ম্যাচে পূর্ণ গ্যালারীর সামনে প্রাণপণ লড়াই শেষে শিরোপা ধরে রাখবেন বলেই প্রত্যয় ঝরে গার্দিওলার কণ্ঠে, 'আগামী সপ্তাহে আমাদের স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকবে, আমরা আমাদের জীবন দিয়ে দেব এবং তারা (সমর্থকেরা) দিয়ে দেবে তাদের জীবন, সব মিলিয়েই'

 

আর সে লড়াইয়ের জন্য মুখিয়ে আছেন স্প্যানিশ কোচ, 'এত বছর পর এমন কিছুর সামনে থাকতে পারা অবিশ্বাস্য এক সৌভাগ্যের ব্যাপার আমাদের সমর্থকদের সামনে শেষ ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামাআমি এটার জন্য মুখিয়ে আছি'

 

এমনকি লিভারপুলের শেষ ম্যাচে ফলাফলের দিকেও নজর দিতে রাজী নন তিনি, 'তারা (লিভারপুল) জিতুক বা হারুক, সবকিছু এখনও আমাদের হাতেই কাজেই আমরা যতটা সম্ভব সবচেয়ে নিখুঁত এক ম্যাচের অপেক্ষায় আছি এই লিভারপুল দলের সঙ্গে লড়াইয়ে চার ম্যাচ আগেই লিগ শিরোপা জয় করা যায় না শেষ ম্যাচে ঘরের দর্শকের সামনে আমাদের সুযোগ, এটা বড় সৌভাগ্যের ব্যাপার'

 

যাযাদি/এসএইচ