তামিম-জয়ের পর মুশফিক-লিটনে দারুণ দিন

প্রকাশ | ১৭ মে ২০২২, ১৮:২৫

যাযাদি ডেস্ক

 

 

দ্বিতীয় দিনের শেষ সেশনের পর আজ তৃতীয় দিনেও ব্যাট হাতে দাপট দেখিয়েছে টাইগার ব্যাটাররা তামিম ইকবালের ক্যারিয়ারের দশম শতকের পর মুশফিক-লিটনের অর্ধশতকে বড় সংগ্রহের পথে বাংলাদেশ আজকের দিনের খেলা শেষে মুমিনুল হকদের সংগ্রহ উইকেট হারিয়ে ৩১৮ রান তৃতীয় দিন শেষে ৭৯ রানে পিছিয়ে আছে স্বাগতিকেরা, হাতে আছে উইকেট

 

সকালে সেশনে দাপটের সঙ্গে খেলেছেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল মাহামুদুল হাসান জয়ের ব্যাটে চড়ে স্বপ্নের প্রথম সেশন পার করে বাংলাদেশ বিনা উইকেটে ১৫৭ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় স্বাগতিকরা প্রথম সেশনে ফিফটির দেখা পেয়েছেন দুই ওপেনারই তৃতীয় দিনে বেশ আত্মবিশ্বাসী সূচনা করেছে বাংলাদেশ তামিমের আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুতই ১০০ পার করে টাইগাররা

 

মধ্যাহ্ন বিরতির পর তামিম-জয়ের ১৬২ রানের উদ্বোধনী জুটি ভাঙেন লঙ্কান পেসার আসিথা ফার্নান্দো নিজের ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক পাওয়া তরুণ মাহমুদুল হাসান জয় ৫৮ রান করে সাজঘরে ফিরে যান

 

লঙ্কান বোলাররা রীতিমত একটি উইকেটের জন্য ঘাম ঝড়িয়েছেন অবশেষে ইনিংসের ৪৯ তম ওভারে গিয়ে সফল হন সফরকারী বোলার আসিথা সকালের সেশন থেকেই জয়কে রাউন্ড দ্যা উইকেটে লেগ স্টাম্প করিডোরে শর্ট লেন্থ ডেলিভারী করে আসছিলেন এই ডানহাতি পেসার

 

সাগরিকায় দ্বিতীয় দিনে শরিফুল ইসলামের বলে মাথায় আঘাত পান লঙ্কান বোলার বিশ্ব ফার্নান্দো আজ বল করলেও দ্বিতীয় সেশনে তিনি মাঠে নামেননি অসুস্থতার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বাঁহাতি পেসারকে তার পরিবর্তে 'কনকাশন সাব' হিসেবে মাঠে নামে ডানহাতি পেসার কাসুন রাজিথা

 

অপরপ্রান্তে দাঁড়িয়ে থাকা তামিম পেয়েছেন ক্যারিয়ারের দশম শতক সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন ২০১৯ সালে নিউজিল্যান্ডের মাটিতে এরপর দীর্ঘ একটা সময় সাদা পোশাকে পার করেছেন শতকহীন সময় নিজ শহরে সর্বশেষ টেস্ট খেলেছেন বছরখানেক আগে কিন্তু তাতে কি ঘরের মাঠে ফিরেই তুলে নিলেন নিজের দশম সেঞ্চুরি দীর্ঘ তিন বছর পর তামিমের ব্যাটে দেখা মিলল সেঞ্চুরির

 

মাঠে নেমেই নিজের প্রথম ওভারে উইকেট তুলে নেন রাজিথা নাজমুল হোসেন শান্ত এই ডানহাতি পেসারর প্রথম শিকার ছিল শান্তর সাজঘরে ফিরে যাওয়ার পর টাইগার অধিনায়ক মুমিনুল হকও রাজিথার শিকার হন ইনিংসের ৬১ তম ওভারে ১৯ বলে রান করে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মুমিনুল 

 

১৬২ রানে বিনা উইকেট থেকে ১৮৪ রানে উইকেটের পতন ঘটে বাংলাদেশের তারপর তৃতীয় সেশনে তামিম ইকবাল রিটায়ার্ড হার্ট হলে ক্রিজে নামেন লিটন কুমার দাস

 

টাইগারদের ভরসার নাম মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৯৮ রানের জুটি গড়েন লিটন এই দুই মিডেল অর্ডারের অর্ধশতকে ভর করে উইকেটের বিনিময়ে ৩১৮ রান তুলে দিনশেষ করে বাংলাদেশ ১৩৪ বলে ৫৩ আর ১১৩ বলে ৫৪ রান নিয়ে ক্রিজে আছেন যথাক্রমে মুশফিক লিটন

 

যাযাদি/ এস