হাতের ইনজুরিতে সিরিজ শেষ শরিফুলের

প্রকাশ | ১৯ মে ২০২২, ১১:৩৫ | আপডেট: ১৯ মে ২০২২, ১১:৩৯

যাযাদি ডেস্ক

 

 

হাতের ইনজুরিতে চট্টগ্রাম টেস্টের বাকি অংশ তো বটেই সিরিজ থেকেই ছিটকে গেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আইসিসির নিয়ম অনুযায়ী মাথায় আঘাত পেলে বা করোনায় আক্রান্ত হলে বদলি খেলোয়াড় নামাতে পারবে কোনো দল। শরিফুল যেহেতু হাতে আঘাত পেয়েছে তাই বাংলাদেশ শুধু বদলি ফিল্ডারই নামাতে পেরেছে। তার জায়গায় দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই ফিল্ডিং করছেন ইয়াসির আলি রাব্বি।

 

১৬৭তম ওভারে কাসুন রাজিথার বলে ডান হাতে ব্যথা পান শরিফুল। ১৭১তম ওভারের প্রথম বলে ব্যথার তীব্রতা বেড়ে গেলে আর খেলা চালিয়ে নিতে পারেননি শরিফুল। এতে ৯ উইকেটে ৪৬৫ থেকে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। শরিফুল রিটায়ার্ড আউট হন ১১ বলে ৩ রান করে। বল হাতে ২০ ওভারে ৫৫ রান খরচ করেও উইকেটের দেখা পাননি শরিফুল।

 

 

যাযাদি/এসএইচ