তাইজুলের জোড়া আঘাতে ম্যাচে ফিরলো বাংলাদেশ

প্রকাশ | ১৯ মে ২০২২, ১১:৩৮

যাযাদি ডেস্ক

 

 

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের শেষ বিকালে শ্রীলঙ্কার উইকেট তুলে নিয়ে আশা জাগিয়েছিল বাংলাদেশ দল আজ শেষ দিনের সকালে নাঈম-তাইজুলদের ওপর চড়াও হন দিমুথ করুণারত্নের সঙ্গে ব্যাটিংয়ে নামা কুশল মেন্ডিস ভয়ঙ্কর হয়ে ওঠা মেন্ডিসকে সাজঘরের পথ দেখান তাইজুল ৪৩ বলে বাউন্ডারি এক ছক্কায় ৪৮ রান করেন তিনি দলীয় ১০৬ রানে তৃতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা স্কোরবোর্ডে রান যোগ করতেই চতুর্থ উইকেটের পতন হয় প্রথম ইনিংসে ১৯৯ রানের ইনিংস খেলা অ্যাঞ্জেলো ম্যাথিউসকে এবার শূন্য রানেই ফেরালেন তাইজুল ইসলাম নিজের বলে নিজেই দারুণ এক রিটার্ন ক্যাচ নেন স্পিনার

 

এর আগে  টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ৩৯৭ রানে গুটিয়ে বাংলাদেশ দলের প্রথম ইনিংস থামে ৪৬৫ রানে এতে ৬৮ রানের লিড পায় স্বাগতিকরা ম্যাচের চতুর্থ দিনের তৃতীয় সেশনে ঘণ্টার মতো ব্যাটিং করে উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৩৯ রান তুলতে পেরেছে সফরকারীরা এতে দিনের খেলা শেষে ২৯ রানের লিডে থাকে টাইগাররা

 

সেই লিড পরিশোধ করে এবার শ্রীলঙ্কা দল নিজেরা লিড নিয়েছে করুনারত্নে ১৮ রানে অপরাজিত থেকে আজ ব্যাটিংয়ে নামেন, তাকে সঙ্গ দিতে আসেন নতুন ব্যাটসম্যান মেন্ডিস নিজেদের ওপর থেকে চাপ সরাতে শুরু থেকে বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান

 

এই প্রতিবেদন লেখার সময় উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ১১৩ রান ৪৫ রানের লিড নিয়ে ব্যাট করছে তারা

 

যাযাদি/এসএইচ