পিকের নতুন প্রেমিকা?
প্রকাশ | ২১ জুন ২০২২, ১৪:০১

পরকীয়ার জেরে বিচ্ছেদ হয়েছে জেরার্ড পিকে ও শাকিরার। তবে পিকের নতুন প্রেমিকার পরিচয় নিয়ে ছিল ধোঁয়াশা। এবার স্বর্ণকেশী এক নারীর সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন পিকে!
২০১০ ফিফা ওয়ার্ল্ডকাপ, শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানে মজেছিল ফুটবল বিশ্ব। কলম্বিয়ান সংগীতশিল্পীর সুরের মূর্ছনায় বুঁদ হয়েছিলেন পিকেও। এরপরই প্রেমের সম্পর্কে জড়ান দুজন। একই ছাদের নিচে কাটান ১২টি বছর। পিকে-শাকিরার রয়েছে দুই সন্তানও। সম্পর্কের টান কমে যাবে বলে বিয়ের পিঁড়িতে বসতে চাননি শাকিরা। বিয়ে না করলেও পিকের টান ঠিকই কমেছে।
স্প্যানিশ গণমাধ্যমের খবর, সুইডেনের স্টকহোমে পার্টিতে এক নারীর সঙ্গে দেখা গেছে পিকেকে। বার্সা তারকার নতুন প্রেমিকা হয়তো তিনিই।
সংবাদমাধ্যম ‘সোসিয়েলিতে’ জানিয়েছে, সুইডেনের রাজধানী স্টকহোমে ব্যবসায়িক কারণে গিয়েছিলেন পিকে।
সেখানে এক পার্টিতে ফ্যাশন, সংগীত ও সিনেমা জগতের তারকারা গিয়েছিলেন। অনুষ্ঠানটির নাম ‘ব্রিলিয়ান্ট মাইন্ডস’। সুইডিশ ব্যবসায়ী, ব্লগার ও টিভি উপস্থাপিকা ক্যাটরিন জায়তোমিরেস্কা পার্টিতে পিকের সঙ্গে এক নারীর সময় কাটানোর কথা জানিয়েছেন সংবাদমাধ্যমকে। তিনি বলেন, ‘আর সবার মতো পিকেও একটি কালো হুডি পরে ছিলেন। পার্টিটা বিশেষ কিছু ছিল।’
পিকের সঙ্গে সেই নারীর বসে থাকার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন জায়তোমিরেস্কাই। ছবিতে দেখা যায়, পিকের সঙ্গে সাদা হ্যাট পরে এক স্বর্ণকেশী নারী বসে আছেন। তবে এই নারীর পরিচয় জানাতে পারেনি সংবাদমাধ্যম।
স্প্যানিশ গণমাধ্যমে প্রথমে বার্সেলোনারই তরুণ মিডফিল্ডার গাভির মায়ের সঙ্গে পিকের সম্পর্কের গুঞ্জন উঠলেও সেটি আবার দ্রুতই মিইয়ে গেছে।
পরে শোনা যায়, পিকের আরেক সতীর্থ রিকি পুজের গার্লফ্রেন্ড জেমা ইগলেসিয়াসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন পিকে। পড়াশোনার পাশাপাশি তিনি বার্সেলোনার হোম ভেন্যু ন্যু ক্যাম্পে একজন হোস্টেস হিসেবে পার্টটাইম কাজ করেন।
যাযাদি/ এস