বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জিদানের সঙ্গে কোনো আলোচনাই হয়নি: পিএসজি সভাপতি

যাযাদি ডেস্ক
  ২২ জুন ২০২২, ১৬:৫০

কাড়াকাড়ি টাকা ঢেলে যে স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে চলা সেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে এবারের মৌসুমে আবারও আগেভাগে বিদায় নিতে হয়েছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) টুর্নামেন্টের শেষ ষোলোতে রিয়ালের বিপক্ষে দুই লেগ মিলিয়ে - ব্যবধানে হেরে বাদ পড়ে পিএসজি

এরপর থেকেই গুঞ্জন ছড়ায় কোচ মাওরিসিও পচেত্তিনোর জায়গায় রিয়ালের সাবেক কোচ কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানকে এবারের মৌসুম শেষে দেখা যাবে প্যারিসের ক্লাবে পরে কথা রটে জিদান নাকি পিএসজি থেকে প্রস্তাব পেয়ে প্রত্যাখ্যানও করেছেন এবার এসব কিছুকে গুঞ্জন বলে উড়িয়ে দিলেন পিএসজির সভাপতি নাসের আল-খেলাইফি

আরব ধনকুবেরের মতে, জিদানের সঙ্গে কোনো কথাই হয়নি তাদের ফরাসি দৈনিক লো পারিজিয়াকে দেওয়া সাক্ষাৎকারে খেলাইফি জানান, জিদানকে এই মৌসুম শেষে পিএসজি কোচের পদে দেখা যাবে এমন কোন প্রক্রিয়াতে যায়নি ক্লাব

অনেক ক্লাবই তাকে (জিদান) দলে পেতে আগ্রহী, বেশ কিছু জাতীয় দলসহ তবে তার সঙ্গে আমাদের কখনোই কোনো আলোচনা হয়নি

পচেত্তিনোর জায়গায় সামনের মৌসুমে পিএসজিতে দেখা যেতে পারে নিসের কোচ ক্রিস্তফ গালতিয়েকে নিসের কোচের সঙ্গেই আলোচনা হচ্ছে বলে জানান খেলাইফি, ‘আমাদের একটি সংক্ষিপ্ত তালিকা আছে কোচের, সেখানে নিসের সঙ্গে আমাদের আলোচনা চলছে, এটা আর গোপন কিছু নয়

উল্লেখ্য, শেষ মৌসুমে ফরাসি কাপে এই নিসের কাছে হেরেই এবার বাদ পড়ে পিএসজি

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে