ফিফা র্যাংকিংয়ে নিজেদের শীর্ষস্থান মজবুত করল ব্রাজিল। আগের দ্বিতীয়স্থানেই রয়েছে বেলজিয়াম। তবে উন্নতি করে তিনে উঠে এসেছে আর্জেন্টিনা।
কাতার বিশ্বকাপে ৩২ দল চূড়ান্ত হওয়ার পর র্যাংকিং প্রকাশ করেছে ফিফা। যেখানে ২৮০টি ম্যাচের সমীকরণ শেষে এই ফলাফল দেওয়া হলো।
মেসির আর্জেন্টিনার উন্নতিতে একধাপ নেমে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। স্পেন একধাপ উন্নতি করে ছয়ে উঠেছে। তবে ছয় থেকে সাতে নেমে গেছে বিশ্বকাপে জায়গা না পাওয়া ইতালি। নেদারল্যান্ডস ১০ থেকে দুইধাপ এগিয়ে আটে উঠেছে। পর্তুগালের একধাপ অবনতি হয়ে নয়ে নেমেছে। আর ১১ থেকে শীর্ষ দশে এসেছে ডেনমার্ক।
র্যাংকিংয়ে প্রকাশিত শীর্ষ ১০ দল: ব্রাজিল, বেলজিয়াম, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল ও ডেনমার্ক।
যাযাদি/ এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd