জাতীয় দল খেলছে ওয়েস্ট ইন্ডিজে। ২২ গজে সতীর্থরা যখন ব্যাটিং ব্যর্থতায় হাবুডুবু খাচ্ছেন তখন মুশফিকুর রহিম ব্যস্ত সময় কাটাচ্ছেন দেশে।
হজ পালনের উদ্দেশ্যে মুশফিক ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়েছেন। পহেলা জুলাই তার সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। এর আগে বিজ্ঞাপন শুটিংয়ে ব্যস্ত সময় যাচ্ছে তার।
গত ২৫ জুন মেটলাইফ ইনসুরেন্স কোম্পানির একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন। শুটিং হয়েছিল ঢাকার স্টুডিও নাইন এন হাফ এ। সোমবার রাজধানীর এফডিসিতে নগদ ইসলামিকের শুটিং করছেন। দুটি বিজ্ঞাপনই ঈদের আগে টিভিতে সম্প্রচার হবে।
মুশফিকের বিজ্ঞাপন বাজার সাকিব-তামিমের মতো রমরমা না হলেও কদর আছে। পরপর দুটি বিজ্ঞাপনের কাজ তো সেই কথাই বলছে। ক্রিকেটের বাইরের কাজে ব্যস্ত থাকলেও পেশাকে ভোলেননি মুশফিক। নিয়মিত ফিটনেস ট্রেনিং, স্কিল সেশন আর জিম করেও তার সময় কাটছে।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd