মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সেরেনার বিদায় ঘণ্টা বাজিয়ে দেয়া কে এই হারমনি

যাযাদি ডেস্ক
  ৩০ জুন ২০২২, ১০:২৫

সবুজ ঘাসে উইম্বলডন টেনিস মাঠে গড়ানোর আগেই নানা ঘটনায় উত্তেজনায় পরিপূর্ণ ছিল একবার মনে হচ্ছে এই বুঝি জৌলুস হারাচ্ছে উইম্বলডন কিন্তু শেষ পর্যন্ত জৌলুস ঠিকই ধরে রেখেছে ইংলিশরা রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের প্রভাব হিসেবে রুশ বেলারুশের টেনিসাররা অংশগ্রহণ করতে পারেননি টুর্নামেন্টে এই দুই দেশের টেনিসাররা না থাকায় টুর্নামেন্টের পয়েন্ট বন্ধ করে দিয়েছে ডব্লিউটিএ পয়েন্ট না থাকায় টেনিস কোর্টের তারকারা অংশগ্রহণ থেকে পিছিয়ে গিয়েছিলেন পরবর্তী সময়ে অধিক পুরস্কার ঘোষণা করে তাদেরকে ফিরিয়ে আনতে পেরেছে ইংল্যান্ড ক্লাব উইম্বলডন টেনিসের প্রথম দিন থেকেই অনাকাক্সিক্ষত সব ঘটনা ঘটছে প্রথম দিন প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছে কাইয়া কানেপিকে পুরুষ এককে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ফেলিক্স আগার আলিয়াসিমে

এরপর দ্বিতীয় দিনে টেনিস ভক্তদের কাঁদিয়ে বিদায় নিয়েছেন বিশ্বনন্দিত টেনিস তারকা সেরেনা উইলিয়ামস দীর্ঘ এক বছর পর টেনিস ব্যাটে ফিরেছিলেন সেরেনা উইলিয়ামস এক বছর আগে এই সেন্টার কোর্ট থেকেই ইনজুরিতে পড়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়েছিলেন তিনি কাকতালীয়ভাবে এই সেন্টার কোর্ট দিয়েই আবারো টেনিসে ফিরেছেন কিন্তু প্রত্যাবর্তনটা মোটেও সুখকর হয়নি ৪০ বছর বয়সী টেনিসারের উইম্বলডনে অভিষেক হওয়া হারমনি ট্যানের বিপক্ষে প্রথম রাউন্ডেই হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা ফরাসি টেনিসার ট্যানের বিপক্ষে - সেট ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি তিন সেটে -, -, - (-১০) ব্যবধানে পয়েন্ট অর্জন করে উইম্বলডন অভিষেক টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন হারমনি ট্যান দীর্ঘদিন পর টেনিস কোর্টে ফিরে ফিটনেসের জন্য ছিটকে গেছেন অবশ্য তা নয় হারমনি ট্যানের বিপক্ষে সেন্টার কোর্টে ঘণ্টা ১০ মিনিট লড়াই করেছেন তবে দীর্ঘ লড়াইয়ে একের পর এক ভুল করেছেন সেরেনা পুরো ম্যাচে অন্তত ২১টি আনফোর্সড এরর হয়েছে তার

কিছুদিন পরই ৪১- পা রাখবেন এই টেনিসার হতে পারে এটিই হবে তার উইম্বলডনের সর্বশেষ আসর তবে বিষয়ে সেরেনা উইলিয়ামস নিজেও নিশ্চিত নন গতকাল ম্যাচের পর এই প্রশ্নে জবাবে তিনি বলেছেন, এর জবাব আমি দিতে পারব না কে বলতে পারে, আমি তো আবার ঘুরে দাঁড়াতেই পারি ম্যাচে শুরু থেকেই উদ্যমী ছিলেন সেরেনা তবে ্যংঙ্কিংয়ের ১১৫তম অবস্থানে থাকা ট্যানও ভালোই জবাব দিচ্ছিলেন প্রথম সেটটা আরেকটু হলে চলে যাচ্ছিল টাইব্রেকারেই তবে প্রথম সেটের শেষ দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে - পয়েন্টে জিতে এগিয়ে যান ট্যান পরের সেটের পয়েন্ট ব্যবধান দেখে মনে হতে পারে গেমটা অনায়াসেই জিতেছেন সেরেনা তবে বিষয়টা মোটেও তা নয়, সেরেনাকে এই সেট জিততে কাঠখড় পোড়াতে হয়েছে বেশ দ্বিতীয় গেমই গড়িয়েছে ২০ মিনিট ধরে হয়েছে ১২টি ডিউস তবে সেরেনা - ব্যবধানে জিতে শেষ হাসি হেসেছেন - সেট সমতায় ফেরায় তৃতীয় সেটে ম্যাচ নির্ধারণ হয়

তৃতীয় সেটে ট্যানের সার্ভিস ব্রেক করে এগিয়ে যান সেরেনা তবে তার ফরাসি প্রতিপক্ষ ম্যাচে ফেরেন পরের গেমেই এভাবেই খেলা গড়ায় - পর্যন্ত এরপর ট্যানের আরো এক সার্ভ ব্রেক করে সেরেনা এগিয়ে যান - ব্যবধানে পরের গেমে নিজের সার্ভে যখন ৩০-১৫ ব্যবধানে এগিয়ে ছিলেন সেরেনা, তখনই প্রত্যাবর্তনের গল্পটা লিখে বসেন ট্যান খেলাটা নিয়ে যান টাইব্রেকারে সেখানেও সেরেনা - ব্যবধানে এগিয়েই গিয়েছিলেন তবে সেখানে আরো একপ্রস্থ প্রত্যাবর্তনের গল্প লিখে ঘণ্টা ১০ মিনিটের লড়াই শেষে জয়ের হাসি হাসেন হারমনি ট্যান আর তাতেই বেজে যায় ৪০ বছর বয়সী সেরেনার বিদায়ঘণ্টা বিশ্বনন্দিত টেনিসারের বিদায় ঘণ্টা বাজানো নতুন এই মেয়ে কে?

হারমনি ট্যান একজন ফ্রেঞ্চ টেনিসার ১৯৯৭ সালের ১১ সেপ্টেম্বর ফ্রান্সের প্যারিসে জন্ম তার ২০১৭ সাল থেকে ফ্রেঞ্চ ওপেনে ডাবলসে অংশগ্রহণ করে আসছেন ২০১৭ সালে প্রথম রাউন্ডেই ফ্রেঞ্চ ওপেন থেকে বিদায় নিতে হয়েছিল তাকে পরের বছর গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ইউএস ওপেনের সিঙ্গেলসে তার অভিষেক হয়েছে সেই টুর্নামেন্টেও প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন তিনি এরপর ২০২১ সালের ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ড ২০২২ সালের অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড পর্যন্ত টিকে ছিলেন তিনি উইম্বলডন টেনিসের চলতি আসরে অভিষেক হয়েছে এই তরুণীর অভিষেক ম্যাচেই সেরেনা উইলিয়ামসকে হারিয়ে আলোচনায় উঠে এসেছেন তিনি বর্তমানে তিনি ্যাঙ্কিংয়ে ১১৫তম স্থানে আছেন উইম্বলডন টেনিসের নারী এককে গতকাল দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন সিমোন হ্যালেপ, আমান্ডা এনিসিমোভা, ইগা সোয়াটেক, কোকো গাফ ইরিনা বাড়া

জানা ফেটকে সরাসরি দুই সেটে - - ব্যবধানে হারিয়েছেন ইগা সোয়াটেক চাইনিজ টেনিসার ইউয়ান ইউয়ানকে - - পয়েন্ট ব্যবধানে হারিয়েছেন আমান্ড এনিসিমোভা আর রোমানিয়ান টেনিসার এলেনা গ্যাব্রিলা রুসকে - সেট ব্যবধানে হারিয়েছেন ফ্রেঞ্চ ওপেনের রানারআপ কোকো গাফ

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে