টেস্টে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড বুমরাহর

প্রকাশ | ০৩ জুলাই ২০২২, ১০:১৫ | আপডেট: ০৩ জুলাই ২০২২, ১০:১৯

যাযাদি ডেস্ক
জাসপ্রিত বুমরাহ

একেবারেই ঘটনাচক্রে এজবাস্টন টেস্টে ভারতের অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। করোনা পজিটিভের কারণে একাদশে নেই নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। তবে অধিনায়কত্বের প্রথম ম্যাচটা যে বুমরাহ এভাবেই স্মরণীয় করে রাখবেন সেটা কে জানত। শনিবার (২ জুলাই) এজবাস্টন টেস্টের এক ওভারে সর্বোচ্চ রান তুলে বিশ্ব রেকর্ড গড়েন তিনি।

বোলারের নামটা অপরিচিত নয়। তিনি স্টুয়ার্ট ব্রড। আন্তর্জাতিক টি-২০ তে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার লজ্জার রেকর্ডটা তার নামে তো ছিলই, এবার যুক্ত হলো টেস্টের রেকর্ডটাও। ৮৪ তম ওভারে ৩৫ রান দিয়ে বাক্রুদ্ধ হয়ে পড়েন ইংলিশ পেসার। এর মধ্যে বুমরাহ একাই তোলেন ২৯ রান। ভারতের লেজ গুঁড়িয়ে যখন ব্যাটিংয়ে নামার ক্ষণ গুনছিল ইংল্যান্ড। তখনই ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণ করেন বুমরাহ।

সাদা পোশাকে ৫৫০ উইকেট নেওয়া ব্রডের দুঃস্বপ্নের ওভারের প্রথম বলেই চার মারেন বুমরাহ। পরের বলে ওয়াইড ও চার মিলে হয় পাঁচ রান। আবার সেই বলটি করতে গিয়ে ফের আইন ভঙ্গ করেন। নো বলে বুমরাহ ছয় মারলে মাত্র এক বলেই আসে ১৬ রান। দ্বিতীয় থেকে চতুর্থ টানা তিন বলে তিন বার বল গড়িয়ে সীমানা ছাড়া করেন বুমরাহ। পঞ্চম বলে ছয় হাঁকিয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটা নিজের করে নেন ভারতীয় অধিনায়ক। শেষ বলে অবশ্য কেবল এক রানই নিতে পারেন তিনি। ইনিংস শেষে বুমরাহ অপরাজিত ছিলেন ১৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩১ রানে।

টেস্টে এক ওভারের সর্বোচ্চ রানের আগের রেকর্ডটি ছিল তিন ব্যাটারের। তিন জনই ২৮ রানের বেশি নিতে পারেননি। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার রবিন পিটারসেনের বিপক্ষে প্রথমে এই কীর্তি গড়েন কিংবদন্তী ক্যারিয়াবিয়ান ব্রায়ান লারা। ২০১৩ সালে অ্যাশেজে জেমস অ্যান্ডারসনের ওভারে ২৮ রান নিয়ে সেই ক্লাবে যোগ দেন সাবেক অজি ব্যাটার জর্জ বেইলি। ২০২০ সালে জো রুটের এক ওভারে সমান সংখ্যক রান নেন দক্ষিণ আফ্রিকার কেশাভ মহারাজ।

তবে সবচেয়ে বেশি দুর্ভাগা এখন ব্রডই। সেই ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে সাবেক ভারতীয় ব্যাটার যুবরাজ সিংয়ের কাছে এক ওভারে ছয় ছক্কা খেয়েছিলেন তিনি। সেই দুঃস্বপ্ন আবারও ফিরিয়ে আনলেন বুমরাহ।

যাযাদি/এসএইচ