শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের বিপক্ষে টেস্ট দল ঘোষণা শ্রীলঙ্কার 

যাযাদি ডেস্ক
  ১৪ জুলাই ২০২২, ১৭:৩০

চলতি মাসে ঘরের মাঠে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। পাকিস্তানের বিপক্ষে লাল বলের এ সিরিজ শুরু হবে ১৬ জুলাই থেকে গল টেস্ট দিয়ে। সিরিজের শেষ ম্যাচটি হবে ২৪ জুলাই কলম্বোয়। এ সিরিজকে সামনে রেখে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

এ দল থেকে বাদ পড়েছেন সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজে থাকা চার ক্রিকেটোর প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এম্বুলদেনিয়া, লক্ষিতা মানসিংহে ও চামিকা করুনারত্নে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক ম্যাচে গলে ১২ উইকেট নিয়ে আলোড়ন তুলেন প্রবাথ জয়সুরিয়া। এ তরুণের একাদশে অবস্থান ধরে রাখার সম্ভাবনা বেশি। সেইসাথে পাকিস্তানের বিপক্ষে স্কোয়াডে রাখা হয়েছে ডুনিথ ওয়েলালেজকে। অজিদের বিপক্ষে দলে থাকলেও কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি ওয়েলালেজের।

সিরিজকে সামনে রেখে কলম্বোর কোল্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিপক্ষে ইতোমধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে পাকিস্তান।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বর্তমানে শ্রীলঙ্কা তৃতীয় এবং পাকিস্তান চতুর্থ স্থানে রয়েছে।

স্কোয়াড: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), পথুম নিসাঙ্কা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস, ধনাঞ্জয় ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, মহিশ থিকশানা, কাসুন রাজিথা, ভিনরাজ ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবাথ জয়সুরিয়া, দুনিথ ওয়েললাগে, জেফরি ভ্যান্ডারসে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে