বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বায়ার্ন ছেড়ে বার্সেলোনায় লেভানডফস্কি

যাযাদি ডেস্ক
  ১৬ জুলাই ২০২২, ১৩:০৭
আপডেট  : ১৬ জুলাই ২০২২, ১৩:০৮

অবশেষে রবার্ট লেভানডফস্কির দাবির কাছে হার মানতে হলো বায়ার্ন মিউনিখকে। চুক্তির এক বছর বাকি থাকলেও নিজেদের সেরা তারকাকে ছাড়তে রাজি হয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। আর্থিক জটিলতা সমাধান হয়ে যাওয়ায় শিগগিরই বার্সেলোনার জার্সিতে দেখা যাবে পোলিশ স্ট্রাইকারকে। এমনটাই জানাচ্ছে ইউরোপের সংবাদমাধ্যমগুলো।

গত মৌসুম শেষ হওয়ার আগেই ক্লাব ছাড়তে চাওয়ার ইচ্ছে বায়ার্ন কর্তৃপক্ষকে জানিয়ে দেন লেভানডফস্কি। এবং এটাও জানান, তিনি কেবল বার্সেলোনাতেই যেতে চান। জাভি হার্নান্দেজের পছন্দের তালিকায়ও এই ফুটবলার বেশ ভালোভাবেই ছিলেন। অবশেষে দুই পক্ষের মাঝে সমঝোতা হলো।

বার্সা সমর্থকরাও যেন এই সংবাদেরই অপেক্ষায় ছিলেন। কারণ, লিওনেল মেসি চলে যাওয়ার পর গত এক বছর ধরে বিশ্বসেরা ফরোয়ার্ডের অভাবে ভুগছিল ক্লাবটি। সেটা পোলিশ তারকাকে কেনার মধ্য দিয়ে পূরণ হতে যাচ্ছে।

তিন বছরের চুক্তিতে বার্সায় আসছেন লেভানডফস্কি। এ জন্য অবশ্য বায়ার্ন মিউনিখকে দলবদল ফি বাবদ সাড়ে চার কোটি ইউরো ও বিভিন্ন বোনাস বাবদ আরও ৫০ লাখ ইউরোসহ সবমিলিয়ে মোট ৫ কোটি ইউরো দিতে হচ্ছে কাতালান ক্লাবটিকে।

যাযাদি/ এসএই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে