বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দ্রুততম আন্তর্জাতিক ১০ হাজার রানে কোহলিকে পেছনে ফেললেন বাবর

যাযাদি ডেস্ক
  ১৭ জুলাই ২০২২, ১৬:১০

কের পর এক কীর্তি গড়েই যাচ্ছেন বাবর আজম। পাকিস্তানি এই ব্যাটার ব্যাটিংয়ে নামলেই যেন রেকর্ডের জন্ম হয়। এবার এশিয়ার দ্রুততম ব্যাটার ও ১১তম পাকিস্তানি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন এই ডানহাতি।

শ্রীলঙ্কার বিপক্ষে গলে পাকিস্তানের চলমান প্রথমে টেস্টের প্রথম ইনিংসে বাবর ৭২ বলে ৩৪ রান করার পথে এই রেকর্ডেটি গড়েন। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করতে বাবরের লাগলো ২২৮ ইনিংস। এশিয়ার আর কোনো ব্যাটার দ্রুততম সময়ে এই রেকর্ড গড়তে পারেনি।

বাবর মূলত ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন। ২৩২ ইনিংসে কোহলি আগের রেকর্ডের মালিক ছিলেন।

২৭ বছর বয়সী বাবর নিজ দেশের কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদের রেকর্ড ভেঙেছেন। পাকিস্তানিদের মধ্যে এর আগে বড়ে মিয়াঁ খ্যাত এই তারকা ২৪৮ ইনিংসে ১০ হাজার আন্তর্জাতিক রান করেছিলেন।

এদিকে সব মিলিয়ে দ্রুততম ১০ হাজার রানের মাইলফলকে বাবর পঞ্চম ব্যাটার হিসেবে রেকর্ড গড়লেন। ২০৬ ইনিংসে এই রান করে সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস। পরের তিনটি অবস্থানে রয়েছেন যথাক্রমে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা (২১৭ ইনিংস), উইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা (২২০ ইনিংস) ও ইংল্যান্ডের জো রুট (২২২)।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে