শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিপিএলের আগামী ৩ আসরের সূচি চূড়ান্ত করেছে বিসিবি

যাযাদি ডেস্ক
  ১৭ জুলাই ২০২২, ১৮:২৭

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আজ রোববার পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। যেখানে মূল এজেন্ডা ছিল পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়াম তৈরির ঠিকানার নিয়োগের ব্যাপারটি। তবে এর সঙ্গে আলোচনা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে। যেখানে আগামী ৩ বছরের বিপিএলের সূচি চূড়ান্ত করেছে বিসিবি।

মিরপুরে সভা শেষে রোববার সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আগামী তিন বছরে বিপিএল কখন হবে সেটা নির্ধারণ হয়েছে। কারণ ফ্র্যাঞ্চাইজিগুলোকে ৩ বছরের জন্য দল দেব।’

বিপিএলের নবম, দশম ও একাদশ আসর মাঠে গড়াবে আগামী তিন বছরের জানুয়ারি মাসে। আসরগুলো হবে ৪০-৪২ দিনের। যেখানে ৫ জানুয়ারি ২০২৩ সাল থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত হবে নবম আসর। ৬ জানুয়ারি ২০২৪ থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত দশম আসর ও ১ জানুয়ারি ২০২৫ থেকে ১১ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত হবে একাদশ তম মৌসুম। যেখানে এই তিন আসরে ৭টি করে দল অংশ নেবে।

দিনক্ষণ চূড়ান্ত করে এবার ফ্রাঞ্চাইজি চেয়ে বিজ্ঞাপন দেবে বিসিবি। পাপন বলেন, ‘এখন যেহেতু তারিখ হয়ে গেছে, এখন এক সপ্তাহের মধ্যে বাকিটা নির্ধারিত হয়ে যাবে। সব যে আগের মতো থাকবে তা না। কিছু কিছু পরিবর্তন আসতে পারে। আমরা সব বিষয়গুলো পরিস্কার করেই বিজ্ঞাপন দেব। টার্মস ও কন্ডিশনগুলো কিছুদিনের মধ্যেই নির্ধারণ হয়ে যাবে।’

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে