শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বার্সেলোনায় নিজের জায়গা দেখছেন না ডাচ তারকা

যাযাদি ডেস্ক
  ১৮ জুলাই ২০২২, ১১:৪৪

অনেক স্বপ্ন নিয়ে বার্সেলোনায় এসেছিলেন ডাচ ফরোয়ার্ড মেম্পিস ডিপাই। কিন্তু গত মৌসুমে দলের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। ১২ গোল করেন এবং করিয়েছেন মাত্র দুটি গোল। সেটি দেখেই কিনা এবার তারকা ফরোয়ার্ড রবার্ট লেভানডফস্কি ও ব্রাজিলিয়ান তরুণ তুর্কি রাফিনহাকে দলে ভিড়িয়েছে বার্সা। এতে ক্লাবটিতে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ডিপাই।

দলটিতে আগে থেকেই আছেন আনসু ফাতি, ওবামিয়াং ও ফেরান তরেস। উসমান দেম্বেলের সঙ্গেও নতুন করে চুক্তি বাড়ানো হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, এই গ্রীষ্মেই মেম্পিস ডিপাইকে বিক্রি করে দেওয়ার কথা ভাবছে বার্সেলোনা। কারণ, দলটিতে তার আর কোনো জায়গা দেখছে না ক্লাব কর্তৃপক্ষ। বিষয়টি নিজেও এখন বুঝেন ডাচ তারকা। আর যদি সে বার্সায় শেষ পর্যন্ত থেকেও যায়, তাহলে প্রতি ম্যাচ খেলার সুযোগ পাবেন না।

এই মুহূর্তে মেম্পিস ডিপাই আর বার্সেলোনার মূল খেলোয়াড় নন। তাই সবচেয়ে ভালো সমাধান হচ্ছে সে যদি এই গ্রীষ্মেই ক্লাব ছেড়ে যায়। তিনি এটা জানেন এবং বিষয়টি নিয়ে ভাবছেনও।

যাযাদি/ এসএই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে