শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাহমুদউল্লাহ-সোহানদের নিয়ে বিসিবির মধ্যাহ্নভোজ

যাযাদি ডেস্ক
  ২৫ জুলাই ২০২২, ২০:১২

জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জিম্বাবুয়ে সফরের আগে মাহমুদউল্লাহ রিয়াদ-নুরুল হাসান সোহানদের নিয়ে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সোমবার (২৫ জুলাই) দুপুরে এই ভোজের আয়োজন করে বিসিবি

মূলত বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্রিকেটারদের একসঙ্গে খাওয়া-দাওয়া ছাড়া আর কোনও এজেন্ডা নেই বলে জানিয়েছেন বিসিবির একটি সূত্র

বিসিবির এক পরিচালক বলেন, ‘দল জিম্বাবুয়ে চলে যাবে, এর আগে ক্রিকেট অপারেশন্স একটি মধ্যাহ্নভোজের আয়োজন করেছে এখানে আলাদা কিছু নেই সোহানের সংবাদ সম্মেলনের পর এটি হওয়ার কথা ছিল কিন্তু গতকাল সম্ভব হয়নি তাই আজ ক্রিকেটারদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে

কোনও সিরিজের আগে সচরাচর এমনটা দেখা যায় না এবার যখন সিনিয়রদের বলয় থেকে বেরিয়ে টি-টোয়েন্টি দল ঘোষিত হলো এরপরেই বিসিবি এই প্রোগ্রামের আয়োজন করে শুধু মধ্যাহ্নভোজের কথা বলা হলেও এখানে দলীয় কার্যক্রম নিয়ে আলোচনা হতে পারে এছাড়া জিম্বাবুয়ে সিরিজের জন্য নেতৃত্ব পাওয়া সোহানও একসঙ্গে দলের অনেকেরই দেখা পাবেন এই অনুষ্ঠানে

দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গেই জিম্বাবুয়ে সিরিজের দুই সংস্করণের দলে থাকা ক্রিকেটাররা আসতে থাকেন অনুষ্ঠানের ভেন্যুতে

উল্লেখ্য, জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার (২৭ জুলাই) রাতে ঢাকা ছাড়বে বাংলাদেশ টি-টোয়েন্টি দল নুরুল হাসান সোহানের নেতৃত্বে ওই দিন রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে করে জিম্বাবুয়ে যাবেন লাল সবুজের প্রতিনিধিরা

আর টি-টোয়েন্টি দল দেশ ছাড়ার তিন দিন পর ৩০ জুলাই রাত ১টা ৪০ মিনিটে ওয়ানডে দলে থাকা ক্রিকেটাররা ঢাকা ত্যাগ করবেন প্রায় দিন অনুশীলনের সুযোগ পাবেন তামিম ইকবালরা আগস্ট থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ বাকি দুই ম্যাচ হবে ১০ আগস্ট

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে