শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কমনওয়েলথ গেমস টেবিল টেনিসে চমক বাংলাদেশের 

যাযাদি ডেস্ক
  ৩০ জুলাই ২০২২, ১১:২১

বার্মিংহাম কমনওয়েলথ গেমস টেবিল টেনিসে প্রথম বারের মতো খেলতে এসে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। ছেলেদের দলগত প্রতিযোগিতায় শেষ আট নিশ্চিত করেছে হৃদয়-রামহিমরা। বাংলাদেশ তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৩-২ সেটে হারিয়েছে গায়ানাকে।

প্রথম ম্যাচে ডাবলসে হৃদয় ও রামহিম জুটি হারিয়েছে ফ্রাংকলিন ও ভ্যান লাঙে জুটিকে। তারা ৩-২ সেটে ম্যাচ জিতেন। এরপর সিঙ্গেলসে সাব্বির ৩-১ ব্যাবধানে হেরে যান ব্রিটনের কাছে।‌ কিন্তু তৃতীয় ম্যাচে হৃদয় ৩-১ ব্যাবধানে ভ্যান লাঙেকে হারিয়ে বাংলাদেশকে এগিয়ে নেন। তবে রামহিমকে চতুর্থ ম্যাচে ৩-০ তে হারিয়ে খেলা জমিয়ে তোলে গায়ানা।

ম্যাচ নির্ধারণী সেটে সাব্বিরের প্রতিপক্ষ ছিলেন ফ্রাংকলিন। দারুন উত্তেজনা ছড়ায় সেই ম্যাচ। শেষ পর্যন্ত সাব্বির ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে বাংলাদেশকে নিয়ে যান কোয়ার্টার ফাইনালে।

বাংলাদেশের সবগুলো ম্যাচ দেখেছেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বাংলাদেশের এই সাফল্যে তাৎক্ষণিক পুরস্কারের ঘোষণা দেন সেনাপ্রধান। প্রত্যেক খেলোয়াড়কে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা জানান তিনি।

যাযাদি/ এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে