শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারত দলে ৫ মাস পর ফিরলেন দিপক চাহার

যাযাদি ডেস্ক
  ৩১ জুলাই ২০২২, ১০:২৩

চোট কাটিয়ে পাঁচ মাসের বেশি সময় পর ভারত জাতীয় দলে ফিরেছেন পেসার দিপক চাহার। জিম্বাবুয়ে সফরের জন্য প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠী।

আগামী মাসের তিন ম্যাচ সিরিজের জন্য শনিবার রাতে ১৫ সদস্যের দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। দলে ফিরেছেন ওয়াশিংটন সুন্দর ও কুলদিপ যাদবও।

সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ শুরুর চার দিন আগে শেষ হবে জিম্বাবুয়ের সফর। এ কারণেই সম্ভবত প্রথম পছন্দের অনেক খেলোয়াড়কে রাখা হয়নি দলে। যাদের মধ্যে আছেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, রিশাভ পান্ত, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। আবারও অধিনায়কত্ব করবেন শিখর ধাওয়ান।

ওয়েস্ট ইন্ডিজ সফরে সবশেষ ওয়ানডে সিরিজের দলেও ছিলেন না রোহিত, কোহলি, পান্ত, পান্ডিয়া, বুমরাহ। দলে থাকলেও চোট পেয়ে ছিটকে যান জাদেজা। সেই দল থেকে জিম্বাবুয়ে সফরে বাদ পড়েছেন শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, আর্শদিপ সিং ও যুজবেন্দ্র চেহেল।

দলে ফেরা চাহার সবশেষ ভারতের হয়ে খেলেছেন গত ফেব্রুয়ারিতে, দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে। ওই সিরিজের শেষ ম্যাচে পায়ের পেশিতে টান লাগে তার। পরে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসনের সময় নতুন করে পিঠে চোট পান তিনি। ফলে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা হয়নি তার। নিলামে ১৪ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিল চেন্নাই।

ত্রিপাঠী সম্প্রতি প্রথমবার ভারত দলে ডাক পান আয়ারল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজের জন্য। এখনও অবশ্য জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলা হয়নি তার।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগামী ১৮ অগাস্ট প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারত। একই মাঠে পরের দুই ম্যাচ হবে ২০ ও ২২ অগাস্ট। আর এশিয়া কাপ শুরু ২৭ অগাস্ট থেকে।

ভারত ওয়ানডে দল: শিখর ধাওয়ান (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুবমান গিল, দিপক হুডা, রাহুল ত্রিপাঠী, ইশান কিষান, (উইকেটকিপার), সাঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদিপ যাদব, আকসার প্যাটেল, আভেশ খান, প্রসিধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, দিপক চাহার।

যাযাদি/ এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে