রিয়ালের সঙ্গে ১৫ বছরের সম্পর্কের ইতি ঘটল মায়োরাল

প্রকাশ | ০২ আগস্ট ২০২২, ১১:৫৩

যাযাদি ডেস্ক

রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৫ বছরের সম্পর্কের ইতি ঘটল বোরহা মায়োরালের। পাঁচ বছরের চুক্তিতে স্পেনের আরেক দল গেতাফেতে যোগ দিলেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

দুই ক্লাবের পক্ষ থেকেই সোমবার বিষয়টি নিশ্চিত করা হয়। আর্থিক বিষয়ে অবশ্য কেউই কিছু জানায়নি।

রিয়ালের অ্যাকাডেমিতে বেড়ে ওঠা মায়োরালের ক্লাবটির মূল দলে অভিষেক হয় ২০১৫ সালে। তবে সেখানে কখনোই জায়গা পাকা করতে পারেননি তিনি। এরপর থেকে এতদিন বিভিন্ন ক্লাবে ধারে খেলে আসছিলেন ২৫ বছর বয়সী ফুটবলার।

গত মৌসুমে শীতকালীন দলবদলে ধারে যোগ দিয়েছিলেন গেতাফেতে। ১৮ ম্যাচে ৬ গোল করে আস্থা অর্জন করেন কোচের।

২০১৭-১৮ মৌসুমের পুরোটা রিয়ালের হয়ে খেলেন মায়োরাল। অবদান রাখেন দলটির ওই মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জয়ে। এছাড়া তাদের হয়ে একটি করে ক্লাব বিশ্বকাপ, ইউরোপিয়ান সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ জেতেন তিনি।

বিদায় বেলায় মায়োরালকে ধন্যবাদ ও আগামীর জন্য শুভকামনা জানিয়েছে রিয়াল। আগামী বৃহস্পতিবার মায়োরালকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে গেতাফে।

যাযাদি/ এসএইচ