বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রেকর্ড জুটিতে বাংলাদেশকে লজ্জায় ডুবিয়ে সিরিজ জিতল জিম্বাবুয়ে

যাযাদি ডেস্ক
  ০৭ আগস্ট ২০২২, ২১:২০
আপডেট  : ০৭ আগস্ট ২০২২, ২১:৪৫

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে লজ্জায় ডুবিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। হারারেতে ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা স্বাগতিকদের পথ দেখিয়েছেন অধিনায়ক রেজিস চাকাভা ও সিকান্দার রাজা। এই দুই ডানহাতি ব্যাটারের রেকর্ড ২০১ রানের জুটিতে ১৫ বল হাতে রেখেই ৫ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে। এ সিরিজ জয়ে ৯ বছর পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতেছে চাকাভার দল।

২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম তিন ওভারেই দুই উইকেট হারায় স্বাগতিক দল। টাইগার একাদশে সুযোগ পেয়েই জোড়া আঘাত হানেন পেসার হাসান মাহমুদ। এ ডানহাতি পেসারের দেখানো পথে হেঁটেছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

দুই স্পিনারের ঘূর্ণিতে দলীয় ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে জিম্বাবুয়ে। আগের ম্যাচের জয়ের নায়ক সিকান্দার রাজা পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক রেজিস চাকাভার সঙ্গে মিলে ইনিংস মেরামতের কাজ শুরু করেন।

সফরকারীদের বোলার দেখে শুনে খেলতে থাকেন এ দুই ডানহাতি ব্যাটার। ২৬তম ওভারে মেহেদী হাসান মিরাজ সহজ সুযোগ পেয়েও রাজাকে রান আউট করতে ব্যর্থ হন। প্রাণ ফিরে পেয়ে যেন জ্বলে উঠেন দুই ব্যাটারই।

টাইগার বোলারদের উপর রীতিমত তাণ্ডব চালিয়েছে এ জুটি। দুইজনই তুলে নিয়েছেন শতক। তাদের ২০১ রানের রেকর্ড জুটিতে সহজেই জয় পেয়ে যায় স্বাগতিক দল। ৭৫ বলে ১০২ রানের বিধংসী ইনিংস খেলেন চাকাভা। অপরদিকে রাজা অপরাজিত থাকেন ১১৭ রানে। শেষ দিকে ১৬ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেন মানিয়োঙ্গা।

এর আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। ইনিংসের নবম ওভারেই দলীয় ৫০ রান পূরণ করেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও তামিম ইকবাল।

কিন্তু মাঝ পথে খেয় হারিয়ে ফেলে সফরকারীরা। শেষ দিকে আফিফ হোসেনের ৪১ ও মাহমুদুল্লাহর ৮০ রানের ইনিংসে ভর করে ২৯০ রানের পুঁজি পায় বাংলাদেশ।

অপরাজিত ১১৭ রানের ইনিংস ও বল হাতে ৩টি উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সিকান্দার রাজা।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে