ভারতকে হারিয়ে স্বর্ণ জিতল অস্ট্রেলিয়া

প্রকাশ | ০৮ আগস্ট ২০২২, ১১:৪৪

যাযাদি ডেস্ক

বার্মিংহাম কমনওয়েলথ গেমসে নারী ক্রিকেটে ভারতকে হারিয়ে স্বর্ণ জিতেছে অস্ট্রেলিয়া ফাইনালের মঞ্চে রানে জয় পায় অজি নারীরা

 

এজবাস্টনে প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভার শেষে উইকেট হারিয়ে ১৬১ রান করে জবাবে ইনিংসের বল বাকি থাকতে ১৫২ রানেগুটিয়ে যায় ভারত

 

১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুত দুই উইকেট হারালেও তৃতীয় উইকেট জুটিতে হাল ধরেন ভারতের জেমিমা রদ্রিগেস অধিনায়ক হারমনপ্রীত কৌর তারা ৭১ বলে ৯৬ রানের জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন তবে মেগান স্চাটের বলে জেমিমা ৩৩ রানে বিদায় নিলে সেই স্বপ্নে কাটা পড়ে

 

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ভারত জয়ের সম্ভাবনা থাকলেও তা হতে দেননি অজি বোলাররা সর্বোচ্চ ৪৩ বলে ৭টি চার ২টি ছক্কায় ৬৫ করেন কৌর

 

অজি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট পান অ্যাশলে গ্র্যাডনার দুটি উইকেট দখল করেন স্চাট

 

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার বেথ মুনির হাফসেঞ্চুরিতে ভর করে ভালো সংগ্রহ পায় অস্ট্রেলিয়া এই ব্যাটচার ৪১ বলে ৮টি চারে ৬১ করেন এছাড়া অধিনায়ক মেগ ল্যানিংয়ে ব্যাট থেকে আসে ৩৬ রান

 

ভারতীয় বোলার রেনুকা সিং স্নেহ রানা দুটি করে উইকেট দখল করেন

 

যাযাদি/ এস