আফগানিস্তানের এশিয়া কাপের দল ঘোষণা 

প্রকাশ | ১৬ আগস্ট ২০২২, ২০:১৩

যাযাদি ডেস্ক

চলতি আগস্টের শেষ দিকে শুরু হতে যাওয়া এশিয়া কাপকে সামনে রেখে আজ ১৭ সদস্যের পূর্ণ  শক্তির দল ঘোষণা করেছে আফগানিস্তান। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ এই আফগানদের বিপক্ষে। 

আফগানদের এবারের টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে নেতৃত্বে আছেন নিয়মিত অধিনায়ক অলরাউন্ডার মোহাম্মদ নবি। চলমান আয়ারল্যান্ড সফরের স্কোয়াড থেকে এশিয়া কাপের দলে আছে মাত্র একটি পরিবর্তন। 

শারাফুদ্দিন আশরাফের জায়গায় দলে ঢুকেছেন সামিউল্লাহ শিনওয়ারি। সবশেষ ২০২০ সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন শিনওয়ারি। এছাড়া দলে যুক্ত হয়েছেন স্পিনার নূর আহমেদও।

বর্তমানে আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে আফগানিস্তান। প্রথম দুই ম্যাচ হেরে পরের দুই লড়াইয়ে দুর্দান্তভাবে জয় তুলে নিয়েছে সফরকারীরা। আগামী বুধবার (১৭ আগস্ট) সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে নবির দল। 

দুবাইয়ের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ২৭ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপ অভিযান শুরু করবে আফগানরা।

আফগানিস্তান দল: মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান (সহ-অধিনায়ক), আফসার জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকি, হাশমতউল্লাহ শাহিদি, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নূর আহমাদ, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, নাভিন উল হক, দারভিশ রাসুলি, সামিউল্লাহ শিনওয়ারি। 

স্ট্যান্ড বাই: নিজাত মাসুদ, কাইস আহমেদ, শরাফউদ্দিন আশরাফ। 

যাযাদি/এস