টানটান উত্তেজনার স্নায়ুক্ষয়ী এই ম্যাচ যেকোনো থ্রিলারকে হার মানাবে। অনেকের ‘দম’ যেন আটকে যাচ্ছিল। শেষ বলের ‘নো বল’ কাণ্ড সমর্থকদের যতটুকু হতাশ করেছিল, শেষের ডট বলটি তার চাইতে দ্বিগুণ আনন্দে সবাইকে ভাসিয়ে দিয়েছে।
গাব্বা স্টেডিয়ামে ছয় হাজার দর্শকের ৯০ শতাংশ ছিল বাংলাদেশি। সেখানে বাংলাদেশ-বাংলাদেশ স্লোগানই সবচেয়ে শোনা যাবে—এটাই তো স্বাভাবিক হওয়ার কথা। কিন্তু সমর্থকদের বাঁধভাঙা আনন্দ, উচ্ছ্বাস এবং তৃপ্তির সঙ্গে মিশে যাওয়া উল্লাস—স্টেডিয়ামজুড়ে প্রকম্পিত ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগানকে প্রশান্ত মহাসাগরে পার করে হয়তো বঙ্গোপসাগরে পৌঁছে দিতে সক্ষম হয়েছে আমাদের খেলোয়াড়রা।
তাসকিন, মুস্তাফিজ অসাধারণ বল করেছেন। অন্যান্য খেলোয়াড়রা ফিল্ডিং ভালো ছিল। সাকিবের ক্যাপেটেনসিও ভালো ছিল। তবুও এই জয় সমর্থকদের প্রত্যাশাকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ।
অন্য ম্যাচগুলোতে যেন সফলতাকে সঙ্গী করে পার করে টিম বাংলাদেশ, প্রত্যাশার আলো যেন চাপ হয়ে না যায় সমর্থকরা সেই আশাও করছেন।
যাযাদি/ সোহেল