ক্যারিয়ারের শেষ গ্র্যান্ড স্লামের ফাইনাল হেরে কাঁদলেন সানিয়া

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২৩, ১৪:১৬

যাযাদি ডেস্ক
ছবি: সংগৃহীত

সিঙ্গেলস গ্র্যান্ড স্লাম টেনিসে অর্জনশূন্য সানিয়া মির্জা। তবে ডাবলসে ৬টি শিরোপা রয়েছে ভারতীয় তারকার। অস্ট্রেলিয়ান ওপেনে স্বদেশি রোহান বোপান্নাকে নিয়ে ৭ম টাইটেলের তালাশে ছিলেন সানিয়া। তবে ব্রাজিলিয়ান জুটি লুইসা স্টেফানি ও রাফায়েল মাতোসের বিপক্ষে ফাইনাল হেরে সেই স্বপ্ন চূর্ণ হয়েছে তার। আর ক্যারিয়ারের শেষ গ্র্যান্ড স্লাম থেকে বিদায় নিয়ে কাঁদলেন সানিয়া।

আজ মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় প্রথম সেটে লড়াই করলেও দ্বিতীয় সেটে প্রতিরোধই গড়তে পারেনি সানিয়া-বোপান্না জুটি। ৬-৭ (২-৭) ও ২-৬ গেমের জয়ে শিরোপা জেতে স্টেফানি-মাতোস। ফাইনাল হেরে অশ্রুসিক্ত চোখে ক্যামেরাবন্দি হন সানিয়া মির্জা। ঘোষণা দেন, আর কোনো গ্র্যান্ড স্লাম টেনিস টুর্নামেন্ট খেলবেন না তিনি। মেজর টুর্নামেন্ট না খেললেও আরও কিছুদিন টেনিস চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ৩৬ বছর বয়সী সানিয়া। তিনি বলেন, ‘আমি আরও কিছু টুর্নামেন্ট খেলব।

২০০৫ সালে মেলবোর্নে আমার পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল। মাত্র ১৮ বছর বয়সে আমি সেরেনা উইলিয়ামসের বিপক্ষে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে খেলেছি।’
সানিয়া বলেন, ‘বারবার অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ হয়েছে আমার। কিছু টুর্নামেন্ট জিতেছি এখানে। অসাধারণ কিছু ফাইনালের সাক্ষী আমি। সত্যিকার অর্থে রড লেভার অ্যারেনা আমার জীবনে বিশেষ কিছু। গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারের ইতি টানার জন্য এর চেয়ে ভালো জায়গা হতে পারে না।’
এরপর কাঁদতে কাঁদতে সানিয়া বলেন, ‘আমি কাঁদছি। এটা আমার আনন্দের অশ্রু। আমি স্টেফানি-মাতোসের বিশেষ মুহূর্তকে মলিন করতে চাই না। তারা এই শিরোপার যোগ্য দাবিদার।’ 

গ্র্যান্ড স্লাম ডাবলসে পাওয়া সানিয়া মির্জার ছয়টি শিরোপার তিনটি উইমেন্স ডাবলস এবং বাকি তিনটি মিক্সড ডাবলসের। আর ৪২ বছর বয়সী রোহান বোপান্না ফ্রেঞ্চ ওপেনে একবার মিক্সড ডাবলস জেতার কীর্তি দেখিয়েছিলেন।

এদিকে নিজেদের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ পেলেন ব্রাজিলিয়ান পেয়ার লুইসা স্টেফানি ও রাফায়েল মাতোস। ম্যাচের পর স্টেফানি বলেন, ‘একটা স্বপ্ন সত্যি হলো। মাতোসকে নিয়ে চ্যাম্পিয়ন হওয়া বিশেষ কিছু। কারণ এটা আমাদের প্রথম গ্র্যান্ড স্লাম টাইটেল। ব্রাজিলের হয়ে ইতিহাস গড়েছি আমরা। সত্যিই বিশেষ কিছু।’

যাযাদি/ এস