‘তোমার স্ত্রী সবচেয়ে সুন্দরী’
প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২৩, ১৪:৪৪

অস্ট্রেলিয়ান ওপেন মিক্সড ডাবলসের ফাইনালে উঠেছিলেন ভারতের দুই তারকা খেলোয়াড় রোহান বোপান্না ও সানিয়া মির্জা জুটি। তবে ফাইনালে পৌঁছালেও জয় পাননি তারা। কিন্তু সেই ম্যাচের একটি ছবি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। গ্যালারিতে উপস্থিত ছিলেন বোপান্নার স্ত্রী সুপ্রিয়া অনন্যা। সেই ছবি পোস্ট করে এক ভক্ত লিখেছেন তোমার (বোপান্নার) স্ত্রী সবথেকে সুন্দরী।
ফাইনালে মেলবোর্ন পার্কে গ্যালারিতে উপস্থিত ছিলেন বোপান্নার স্ত্রী। একটি কালো ড্রেস পরে উপস্থিত হন তিনি। পাশাপাশি ছিলেন বোপান্নার সন্তানরাও। উপস্থিত ছিলেন সানিয়া পুত্র ইজহানও।
যেখানে ম্যাচ শেষে ভারতীয় টেনিস তারকার এক ভক্ত টুইটারে একটি ছবি আপলোড করেন। দেখা যায় বোপান্নার স্ত্রী তার সন্তানদের নিয়ে বসে রয়েছেন গ্যালারিতে। তিনি ক্যাপশনে লেখেন 'সবচেয়ে সুন্দরী নারী'।
পরে সেই টুইটটি রোহান রিটুইট করেন। লিখেন ' আমি সহমত'। উল্লেখ্য ফাইনালে সরাসরি সেটে হারতে হয়েছিল বোপান্না-সানিয়া জুটিকে। ব্রাজিলের লুইসা স্টেফানি ও রাফায়েল ম্যাটোস জুটির কাছে হেরে যান তারা। খেলার ফল সানিয়াদের বিপক্ষে ৬-৭,২-৬।
যাযাদি/ এস