ঢাকায় ইফতেখার, খেলবেন আজকের ম্যাচে
প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৭
আর কদিন বাদেই শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ফলে চলতি নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ না হতেই দেশে ফিরে গেছেন পাকিস্তানি ক্রিকেটাররা। এদিকে, দেশে ফেরা পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে ক'জন আবারও ফিরে আসছেন বাংলাদেশে।
এদের মধ্যে ইফতেখার আহমেদ পাকিস্তানে গিয়ে একটি প্রদর্শনী ম্যাচ খেলে গতকাল রাতে ফের ঢাকায় এসেছেন। জানা গেছে, ফরচুন বরিশালের হয়ে আরো একটি ম্যাচ খেলবেন দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তানি এই ব্যাটার।
আজ বরিশাল খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। দুই দলেরই ১০ ম্যাচে সমান ১৪ পয়েন্ট। মুখোমুখি দেখায় যে দল জিতবে, এগিয়ে যাবে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করার পথে। এই ম্যাচে খেলবেন ইফতেখার।
বরিশালের সাফল্যের পেছনে ইফতেখার রেখেছেন বড় অবদান। ১০ ম্যাচে এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে করেছেন ৩৪৭ রান।
যাযাদি/ এস