জমজমাট লড়াইয়ে পিএসএল চ্যাম্পিয়ন লাহোর

প্রকাশ | ১৯ মার্চ ২০২৩, ১০:২৭

যাযাদি ডেস্ক
ছবি: সংগৃহীত

গতবারের ফাইনালেও মুলতানকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল লাহোর। সেই ফাইনাল থেকে এবারের ফাইনাল পর্যন্ত টানা চারটি ম্যাচে মুলতানকে হারাল দলটি। আর গতবার প্রথম দলের নেতৃত্ব পেয়েই লাহোরকে শিরোপা এনে দিয়েছিলেন আফ্রিদি। যে ধারা বজায় রইল এবারের আসরেও। অন্যদিকে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে টানা দুই ফাইনালে হারের তিক্ত স্বাদ পেল মুলতান সুলতান্স।

ঠিক যেন এবারের আসরের শুরুর ম্যাচের রোমাঞ্চ দেখল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলা দেখতে আসা সমর্থকেরা। যে দুই দলের জমজমাট লড়াই দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠেছিল, শেষটাও হলো ঠিক তেমনি। মোহাম্মদ রিজওয়ানের মুলতান সুলতান্সকে হারিয়ে ফের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা নিজেদের করে নিল শাহিন শাহ আফ্রিদির লাহোর কালান্দার্স।

গতকাল (শনিবার) ঐতিহ্যবাহী গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএলের এবারের আসরের ফাইনালে মুলতান সুলতান্সকে ১ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২০০ রান সংগ্রহ করে লাহোর। জবাবে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৯৯ রানে থামে মুলতানের ইনিংস।

শনিবার রাতের ফাইনালে শুরুতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ২০০ রান তোলে লাহোর। দলটির হয়ে ব্যাটার আব্দুল্লাহ শফিক ৪০ বলে ৬৫ রানের ইনিংস খেলেন। এর আগে ওপেনার মির্জা বেগ ১৮ বলে ৩০ ও ফখর জামান ৩৪ বলে ৩৯ রান করেন। শেষে শাহিন শাহ আফ্রিদি ১৫ বলে পাঁচ ছক্কা ও দুই চারে ৪৪ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন।

২০১ রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ১৯৯ রানে আটকে যায় মুলতান সুলতান্সের ব্যাটিং। রাইলি রুশো ৩২ বলে ৫২ রান করেন। তাছাড়াও রিজওয়ান ৩৪, উসমান খান ১৮, পোলার্ড ১৯ ও টিম ডেভিড ২০ রান করেন। মাঝে খুশদিল শাহর ১২ বলে ২৫ ও আব্বাস আফ্রিদির ৬ বলে ১৭ রান দলকে জয়ের প্রান্তে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ইনিংসের শেষ বলে খুশদিল রান আউট হলে স্বপ্ন ভঙ্গ হয় রিজওয়ানদের। লাহোরের হয়ে শাহিন আফ্রিদি বল হাতে ৪ ওভারে ৫১ রান দিলেও মূল্যবান ৪টি উইকেট নেন।

যাযাদি/ এস