‌‘তাওহিদ ডাকলে আমার ভালো লাগে'

প্রকাশ | ১৯ মার্চ ২০২৩, ১১:৪১

যাযাদি ডেস্ক
ছবি-যাযাদি

দলের জয়ে অবদান রাখতে পারায় খুশি তাওহিদ হৃদয়। সেঞ্চুরি পাননি তাতে আক্ষেপ নেই। তবে সামনে যাদের অভিষেক হবে তাদের আগাম শুভকামনা জানিয়ে রাখলেন,‘চেষ্টা করেছি যে অবস্থাতেই থাকি ভালো কিছু করব। আসলেই কোনো আক্ষেপ নেই। অভিষেকে এত রান—সেটিও চিন্তা করি। ভবিষ্যতে যাদের অভিষেক হবে তাদের জন্য শুভকামনা, তারা যাতে আরও ভালো করে।’

ক্রিকেটারদের নামের বিভ্রাট নতুন নয়। শুরু থেকে মুমিনুল হক লিখা হতো। পত্রিকার পাতায় পড়ে এক সংবাদ সম্মেলনে নিজের আক্ষেপ ঝেরে দেন এভাবে, ‘আমার নাম মোমিনুল। ম এ-কার ও-কার।’ এরপর থেকে মুমিনুলের পরিবর্তে মোমিনুলই লিখা হয়।

যুব বিশ্বকাপ জয়ী রাকিবুল হাসানকে শুরু থেকে রকিবুল লিখা হতো। বিশ্বকাপ জেতার পর রাকিবুল নিজের নামের ভুল ভাঙান। তার সতীর্থ তৌহিদ হৃদয়। যার আজ ওয়ানডে ক্রিকেটে পথ চলা শুরু হলো ৯২ রানের ঝকঝকে ইনিংস খেলে।

আয়ারল‌্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক ম‌্যাচের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন। শুরুতেই তার নাম নিয়ে বিভ্রান্তি দূর করতে বলা হয়। সুযোগ পেয়ে কথার ঝাঁপি খুলে দেন, ‘আমার নাম হচ্ছে আসলে তাওহিদ হৃদয়। তবে সবাই আমাকে তৌহিদ বলে। অনূর্ধ্ব-১৯ থেকেই সবাইকে বলে আসছি, কিছু জায়গায় ঠিক ছিল। তবে এখনও বেশিরভাগ জায়গায় তৌহিদই চলছে। তবে তাওহিদ ডাকলে আমার ভালো লাগে। তাওহিদের সুন্দর একটা অর্থ আছে তো, এ কারণে (হাসি)। ই-কার (হাসি)।’

এনামুল হক ও তাহমিনা আক্তারের ছেলে তাওহিদের জন্ম ২০০০ সালের ৪ ডিসেম্বর। মা রাখেন তাওহিদ নাম, যার অর্থ একত্ববাদ প্রতিষ্ঠা করা।

২২ বছর বয়সী তাওহিদের ক্রিকেটে পথ চলা শুরু মুশফিকুর রহিমকে আদর্শ মেনে। আজ তার হাত থেকেই পেয়েছেন বাংলাদেশের ১৪০তম ওয়ানডে ক‌্যাপ। ক‌্যাপ দেওয়ার সময় মুশফিক তাওহিদকে বলেছেন, ‘ভালো কিছু করো ভবিষ্যতে, দেশকে ভালো কিছু দাও।’

যাযাদি/ এস