দায়িত্ব ছাড়ছেন নারী ফুটবল দলের কোচ ছোটন

প্রকাশ | ২৬ মে ২০২৩, ২০:৩৫

যাযাদি ডেস্ক
গোলাম রাব্বানী ছোটন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচের পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন গোলাম রাব্বানী ছোটন। আগামী মাস থেকেই নারী দলের দায়িত্বে দেখা যাবে না সাফজয়ী এই কোচকে। তার অধীনে নেপালে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশ নারী ফুটবল দল। নারী দলের দায়িত্ব ছাড়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই কোচ।

শুক্রবার (২৬ মে) গণমাধ্যমকে ছোটন বলেন, ‘আমি আর কোনো টুর্নামেন্ট করব না জাতীয় দলের হয়ে। বিষয়টি আমি অফিসিয়ালি চিঠি দিয়ে কয়েক দিনের মধ্যে জানিয় দেব বাফুফেকে। বলতে পারেন আমি আর এ মাসটা আছি। আগামী মাস থেকে নারী দলের দায়িত্বে আর থাকছি না।’

হটাৎ দায়িত্ব ছাড়ার বিষয়ে তিনি আরও বলেন, ‘অনেক তো করলাম। অনেক চাপ। পারিবারিক জীবন আছে। বন্ধুবান্ধব আছে। কাউকেই সময় দেওয়া হয়নি। ওদিকে মহিলা দলের ওপর সবার প্রত্যাশা বাড়ছে। আমি মনে করি, অনেক হয়েছে। এবার সরে যাই। এ কারণে আমি আর মেয়েদের কোচ হিসেবে থাকছি না।’

যাযাদি/ এসএম