বরখাস্ত হলেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৮

যাযাদি ডেস্ক

ফ্লিকের অধীনে জার্মানির পারফরম্যান্স খুব একটা আশা জাগানিয়া ছিলো না। ২০২৪ ইউরোর স্বাগতিকেরা ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। 

জার্মানি জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন হানসি ফ্লিক। ঘরের মাঠে জাপানের কাছে ৪-১ গোলের শোচনীয় পরাজয়ের পরের এই সিদ্ধান্ত আসলো। 

ফ্লিকের অধীনে জার্মানির পারফরম্যান্স খুব একটা আশা জাগানিয়া ছিলো না। ২০২৪ ইউরোর স্বাগতিকেরা ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। 

এছাড়াও বড় দলগুলোর বিপক্ষে ফলাফল এনে দিতে ব্যর্থ হয়েছেন ফ্লিক। তুলনামূলক কম শক্তির জাপানের বিপক্ষে কাতার বিশ্বকাপে হারের পর এবার প্রীতি ম্যাচেও হেরেছে ফ্লিকের জার্মানি। 

তবে জাপানের কাছে হারের পরেও নিজেকে জার্মানির কোচ হিসেবে সঠিক ব্যক্তি মনে করেন বলে দাবি করেছিলেন ফ্লিক। জার্মানি ফুটবল ফেডারেশন জানিয়ে দিলো, তারা সেটি মনে করে না। 

ফ্লিক বরখাস্ত হওয়ার কারণে ইউরোর মাত্র ১০ মাস আগে কোচশূন্য হয়ে পড়েছে জার্মানি। নতুন কোচ দ্রæত নিয়োগ দিয়ে দলকে ট্র্যাকে ফেরানোই এখন চ্যালেঞ্জ জার্মান ফেডারেশনের সামনে।  

যাযাদি/ এসএম