ভারত-পাকিস্তান রিজার্ভ ডে’র খেলা শুরু, কাটা হয়নি ওভার

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩১ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৮

যাযাদি ডেস্ক

বৃষ্টির কারণে পাকিস্তান-ভারতের গতকালের ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডে’তে। কিন্তু সময়মতো (বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা ছিল) শুরু করা যায়নি ভারত-পাকিস্তানের  রিজার্ভ ডে’র খেলাও। শেষে সোয়া দুই ঘণ্টা পর মাঠ প্রস্তুত হলো। শুরু হলো রিজার্ভ ডে’র খেলা। ২৪.১ ওভারে ১৪৭ রান নিয়ে মাঠে নেমেছে ভারত।

রোববারই ছিল ভারত-পাকিস্তানের খেলা মূল সূচি। টসও হয়েছিলো। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল মিলে ১২১ রানের জুটি গড়ে তোলেন। এরপর দুই উইকেট হারায় তারা। ২৪.১ ওভারের ১৪৭ রান করার পরই নামে বৃষ্টি।

আজও কলম্বোয় সকাল থেকে আবহাওয়া ছিল খারাপ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিলো, আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবুও ক্রিকেটপ্রেমীরা আশায় ছিলেন যদি পরিস্থিতি ভালো হয়ে যায়! কিন্তু না, কিছুক্ষণ পরপর বৃষ্টি নামছিলো। বৃষ্টি বন্ধ হলে মাঠ শুকানোর চেষ্টা করা হচ্ছিলো।

পৌনে চারটার দিকে বৃষ্টি বন্ধ হয়ে যায় এবং উইকেটের ওপর থেকে কভার সরিয়ে ফেলা হয়। অবশেষে শুরু করা গেছে ম্যাচটি।

যাযাদি/এসএস