ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশ | ০২ অক্টোবর ২০২৩, ১৪:২৯ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩, ১৫:৪১

আসন্ন ভারত বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ।
সোমবার (২ অক্টোবর) ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। যদিও আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচটিতে হানা দিতে পারে বেরসিক বৃষ্টি।
গোড়ালির ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাটিং-বোলিং করেননি নাজমুল হোসেন শান্ত ও মুস্তাফিজুর রহমানও।
তবে আজ ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। এমনকী সাকিবের অবর্তমানে দলের নেতৃত্বভারও সামলাবেন তিনি।
বাংলাদেশের স্কোয়াড:
লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
যাযাদি/ এসএম