প্যারিস অলিম্পিকের ফুটবলে গ্রুপ পর্বে ফ্রান্স সেরা হলেও আর্জেন্টিনা হয়েছে দ্বিতীয়, একটি দলকে তাই ছিটকে পড়তে হবে পদকের লড়াই থেকে। কোয়ার্টার-ফাইনালেই দেখা হয়ে যাচ্ছে ফেভারিট এই দুই দলের। বিশেষ করে ফুটবল দিয়ে এখন স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে ফ্রান্স ও আর্জেন্টিনার মধ্যে। ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে ফরাসিদের হারিয়ে ৩৬ বছরের ট্রফি খরা কাটিয়েছিল আর্জেন্টাইনরা।
তারপর তাদের সমর্থকরা বিদ্রুপাত্মক গান গেয়েছিল ফ্রান্সের খেলোয়াড়দের নিয়ে। সম্প্রতি কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্টাইন খেলোয়াড় এনজো ফার্নান্দেজ একই গান গাইলে নতুন করে শত্রুতা তৈরি হয়। অবশ্য পরে ক্ষমাও চান তিনি। তবে এবারের অলিম্পিক হচ্ছে ফ্রান্সে, সেই আর্জেন্টিনা এবার সেখানে গিয়ে তোপের মুখে পড়েছে। দুই দলের মধ্যে যুদ্ধাবস্থা। এবার তা আরও চরম আকার ধারণ করল কোয়ার্টার ফাইনালে দুই দলের মুখোমুখি লড়াই। আগামী শুক্রবার ফ্রান্স ও আর্জেন্টিনা ছেলেদের ফুটবলে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামবে। মঙ্গলবার রাতে ফ্রান্স ৩-০ গোলে নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। তার আগে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে গ্রুপের রানার্সআপ হয়েছে আর্জেন্টিনা।
প্রথম দুটি ম্যাচ জেতা ফ্রান্স নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র করলেই শেষ আট নিশ্চিত করতে পারত। তবে জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা। মার্শেইয়ে অধিনায়ক জ্যা ফিলিপ মাতেতা, মিডফিল্ডার ডিসায়ার দো ও ফরোয়ার্ড আরনোড কালিমুয়েদোর গোলে থিয়েরি অঁরির দল তিন ম্যাচের তিনটিই জিতেছে। আর মরক্কো কোয়ার্টার ফাইনালে পাচ্ছে যুক্তরাষ্ট্রকে। স্পেনকে হারিয়ে চমকে দেওয়া মিশর মুখোমুখি হবে প্যারাগুয়ের। জাপানের বিপক্ষে খেলবে ইউরোপ চ্যাম্পিয়নরা।
প্যারিস অলিম্পিকসের ফুটবলে ইউক্রেনকে ২-০ গালে হারিয়ে মঙ্গলবার রাতে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে মরক্কোর কাছে নাটকীয়ভাবে হারানোর পর দ্বিতীয় ম্যাচে তারা হারিয়েছিল ইরাককে। প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ইউক্রেইনের কাছে হেরেছিল মরক্কো। শেষ ম্যাচে ইরাককে ৩-০ গোলে উড়িয়ে কোয়ার্টার-ফাইনালই শুধু নিশ্চিত করেনি আফ্রিকার দলটি, গ্রুপ-সেরা হয়ে এড়িয়েছে ফ্রান্সের সঙ্গে লড়াইও।
ফ্রান্সের মতো গ্রুপ পর্বের তিন ম্যাচই জিতেছে আর কেবল জাপান। ‘ডি’ গ্রুপে শেষ ম্যাচে মঙ্গলবার রাতে তারা ১-০ গোলে হারায় ইসরাইলকে। প্রথম ম্যাচে তারা ৫-০ গোলে গুঁড়িয়ে দিয়েছিল প্যারাগুয়েকে, পরের ম্যাচে ১-০ গোলে হারিয়েছিল মালিকে। শুরুর ম্যাচে জাপানের কাছে বিধ্বস্ত হওয়া প্যারাগুয়ে পরের ম্যাচে ৪-২ গোলে হারায় ইসরাইলকে। শেষ ম্যাচে মালিকে ১-০ গোলে হারিয়ে লাতিন আমেরিকার দলটি নিশ্চিত করে শেষ আটে ওঠা।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে জাপান সামনে পাচ্ছে স্পেনকে। ‘সি’ গ্রুপে স্পেন ও মিশরের কোয়ার্টার-ফাইনালে ওঠা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। শেষ ম্যাচে মঙ্গলবার স্পেনকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান পায় মিশর। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মিশর খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। সেমিফাইনালে ওঠার চারটি লড়াই হবে একই দিনে, শুক্রবার।
এরপর দুটি সেমি-ফাইনাল আগামী সোমবার। ৮ অগাস্ট হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ, সোনার লড়াইটি হবে প্যারিসে ৯ অগাস্ট।
যাযাদি/ এস