পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশের প্রস্তুতি শুরু শনিবার
প্রকাশ | ০২ আগস্ট ২০২৪, ০৯:৫১
কাল শনিবার থেকে ঢাকার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্ততির শেষ ধাপ। তার আগে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে চলে আসবেন ঢাকায়। স্পিন বোলিং কোচ মোশতাক আহমেদও আজ ঢাকায় আসছেন।
পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজের আগে স্পিন কোচ মোশতাকের সার্ভিস পাবে বাংলাদেশের স্পিনাররা। মোশতাক যে বাংলাদেশের মাটিতেই কোচিং করাবেন তা আগে থেকেই নিশ্চিত ছিল না।
কিন্তু বৃহস্পতিবার বিসিবি থেকেই জানা গেল নতুন খবর। মোশতাক আহমেদ বাংলাদেশের মাটিতে অনুশীলন পর্বেই কাজে যোগ দেবেন। সবঠিক থাকলে আজ শুক্রবার ঢাকায় এসে পৌঁছবেন পাকিস্তােেনর সাবেক লেগস্পিন গুগলি বোলার ও বাংলাদেশের বর্তমান স্পিন কোচ। হেড কোচ হাথুরুসিংহে আর ট্রেনার নিকলি বৃহস্পতিবার রাতেই চলে আসার কথা। প্রধান সহকারী কোচ নিক পোথাস আসবেন আগামী শনিবার।
শনিবার শেরেবাংলায় শুরু হবে টেস্ট দলের অনুশীলনের শেষ ধাপ। বলে রাখা ভালো যে- মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন দিপুসহ কয়েকজন ক্রিকেটার বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য আগে ভাগেই পাকিস্তান চলে যাবেন। এই ৪ ক্রিকেটার আপাতত আর জাতীয় দলের সঙ্গে অনুশীলন করবেন না।
আগামী ৪ ও ৫ আগস্ট শেরেবাংলায় ‘এ’ দলের সঙ্গে অনুশীলন করবেন মুশফিক ও মুমিনুল। ৬ আগস্ট ওই বহরের সঙ্গেই পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম ৪ দিনের ম্যাচ খেলবেন তারা। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচটি শুরু হবে ১০ আগস্ট। খেলা হবে ইসলামাবাদে। আগামী ১৬ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যকার ২ ম্যাচের টেস্ট সিরিজ।
এদিকে জাতীয় দল ইসলামাবাদে গিয়ে পৌঁছবে আগামী ১৬ আগস্ট। ‘এ’ দলের হয়ে প্রথম ৪ দিনের ম্যাচ শেষ করে মুশফিক আর মুমিনুলরা সরাসরি রাওয়ালপিন্ডিতে জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন।
‘এ’ দলে সাধারণত জাতীয় দলের পাইপলাইনে থাকা কিংবা জাতীয় দল থেকে বাদ পড়া খেলোয়াড়দের নিয়েই গঠিত হয়ে থাকে। সেখানে বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরে রয়েছেন জাতীয় দলের একঝাঁক নিয়মিত তারকা। এমনকি মুশফিকুর রহিম ও মুমিনুল হকদের মতো অভিজ্ঞ তারকারাও বাদ যাননি এই সফরে।
‘এ’ দলের সফরে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন তাওহিদ হৃদয়। বয়সভিত্তিক ক্রিকেটে লম্বা সময় অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারের। আর সাদা পোশাকে দলকে নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয়।
দুই সিরিজের পাঁচ ম্যাচের দলেই আছেন সাত ক্রিকেটার। তারা হলেন- মোসাদ্দেক হোসেন, মাহিদুল ইসলাম, তানভির ইসলাম, তানজিম হাসান, রেজাউর রহমান ও রুয়েল মিয়া।
প্রথম চার দিনের ম্যাচের দল : মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক বিজয় (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, মাইদুল ইসলাম অংকন, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হোসেন সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।
দ্বিতীয় চার দিনের ম্যাচের দল :এনামুল হক বিজয় (অধিনায়ক), মো: নাঈম, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকির আলী অনিক, তাওহিদ হৃদয়, মাইদুল ইসলাম অংকন, হাসান মুরাদ, তানভির ইসলাম, সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।
ওয়ানডে ম্যাচের দল : তাওহিদ হৃদয় (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অংকন, মোসাদ্দেক হোসাইন সৈকত, জাকের আলী অনিক, রিয়াদ হোসেন, মেহেদী হাসান, তানভির ইসলাম, সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।
বাংলাদেশ এ দলের পাকিস্তান সফর সূচি
প্রথম চার দিনের ম্যাচ, ১০-১৩ আগস্ট, ইসলামাবাদ
দ্বিতীয় চার দিনের ম্যাচ, ১৭-২০ আগস্ট, ইসলামাবাদ
প্রথম এক দিনের ম্যাচ, ২৩ আগস্ট, ইসলামাবাদ
দ্বিতীয় এক দিনের ম্যাচ, ২৫ আগস্ট, ইসলামাবাদ
তৃতীয় এক দিনের ম্যাচ, ২৭ আগস্ট, ইসলামাবাদ।
যাযাদি/ এস