বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ

প্রকাশ | ২১ আগস্ট ২০২৪, ১২:০৫

যাযাদি ডেস্ক
বিসিবির সভাপতি ফারুক আহমেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। বুধবার বেলা ১১টায় ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির বোর্ড সভা শুরু হয়।  বুধবার (২১ আগস্ট) তাকে সভাপতি করা হয়।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ বিসিবিতে আগে দুই মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন।

এর আগে বুধবার (২১ আগস্ট) বিসিবির বোর্ড সভার শুরুতেই পদত্যাগের ঘোষণা দেন নাজমুল হাসান পাপন। ২০১২ সালে সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর এই আসনে বসেন তিনি। 

বুধবার বেলা ১১টায় ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির বোর্ড সভা শুরু হয়। তবে মন্ত্রণালয়ে বোর্ড সভা ডাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও বিসিবি রাতে খুদেবার্তায় গণমাধ্যমকে জানায়, বুধবার সচিবালয়ের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিসিবির বোর্ড পরিচালকদের একটি জরুরি সভা ডাকা হয়েছে। বিসিবি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিরাপত্তা নিশ্চিত করে গুরুত্বপূর্ণ এই সভার ব্যবস্থা করার অনুরোধ করেছে।

যাযাদি/ এসএম