বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

পাকিস্তান থেকে কোথায় যাচ্ছেন সাকিব?

যাযাদি ডেস্ক
  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০৭
ফাইল ছবি

দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ইতিহাস গড়া সিরিজ শেষে আজ রাতে দেশে ফিরছে বাংলাদেশ দল। দুই ভাগে ভাগ হয়ে ফিরবেন নাজমুল হোসেন শান্ত-মেহেদি হাসান মিরাজরা।

তবে দলের বাকি সদস্যদের সঙ্গে দেশে ফিরছেন না সাকিব আল হাসান। তিনি ইংল্যান্ডে যাচ্ছেন কাউন্টি খেলতে। সারের হয়ে সেখানে একটি ম্যাচ খেলবেন তিনি।

প্রথম ভাগে আজ রাত ১১টায় ঢাকায় এসে পৌঁছাবেন ক্রিকেটাররা। আর দলের বাকি সদস্যরা ঢাকায় এসে পৌঁছাবেন আজ দিবাগত রাত ২ টায়। প্রথম ভাগে দেশের উদ্দেশে রওনা হওয়া ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তান ছাড়বেন সাকিব। তবে তিনি ঢাকার ফ্লাইট না ধরে লন্ডনের বিমান ধরবেন।

সারের হয়ে এখন মাত্র একটি ম্যাচ খেললেও দলটির সঙ্গে চার ম্যাচের জন্য চুক্তি করেছিলেন সাকিব। বিসিবিও সাকিবকে সেভাবে অনাপত্তিপত্র দিয়েছিল। কারণ ভারত সিরিজে তার খেলা অনিশ্চিত ছিল। এবার ভারত সিরিজে খেলায় সারের হয়ে এক ম্যাচের বেশি খেলতে পারবেন না সাকিব।

আগামী ১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। ভারতে সেদিনই সাকিবেরও যোগ দেওয়ার কথা দলের সঙ্গে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে