বাংলাদেশ-ভারত তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি গোয়ালিয়রে শুরু হচ্ছে। আগামী বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজ থেকেই প্রস্তুতিতে চোখ রাখছে বাংলাদেশ এবং ভারত- দুই দলই।
টস জিতে নিজেরা প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয়রা। ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশকে।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ভারতীয় একাদশ
অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), রায়ার পরাগ, নিতিশ কুমার রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুন চক্রবর্তি, মায়াঙ্ক যাদব ও আর্শদিপ সিং।
যাযাদি/এসএস