বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

ফের ইনজুরিতে নেইমার

যাযাদি ডেস্ক
  ০৫ নভেম্বর ২০২৪, ১৩:১২
ছবি: সংগৃহীত

ব্রাজিল সুপারস্টার নেইমারের ক্যারিয়ার কি ইনজুরিতেই কেটে যাবে? এক বছরের বেশি সময় চোটের সঙ্গে লড়াই করে মাঠে ফিরেছেন নেইমার। শুরুর একাদশে খেলার মতো ফিট হননি। এমনকী জাতীয় দলের পরবর্তী দুই ম্যাচের একাদশেও তিনি নেই। কিন্তু আল হিলালের হয়ে দ্বিতীয় ম্যাচেই আবার চোট পেয়ে মাঠ ছেড়েছেন এই ব্রাজিল তারকা।

গতকাল সোমবার রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের ৫৮ মিনিটে নেইমারকে মাঠে নামানো হয়। মাঠে নেমে বেশ কিছু ভালো পাস তিনি দেন, কিছু ঝলক দেখান। একপর্যায়ে গোলের ভালো একটা সুযোগ পেয়ে বল নিয়ন্ত্রণে নিতে গিয়েই তার পায়ে টান লাগে। আধঘণ্টাও মাঠে থাকতে পারেননি। তাকে উঠে যেতে হয়। চোট পাওয়ার পর নেইমারকে ডান পায়ের পেছনের দিকের পেশিতে হাত দিয়ে নিচু হয়ে থাকতে দেখা যায়। মুখে ছিল যন্ত্রণার ছাপ।

অবশ্য তিনি নিজেই হেঁটে মাঠ ছেড়ে যাওয়ায় চোট খুব একটা গুরুতর নয় বলে ধারণা করা হচ্ছে। মাঠ ছাড়ার সময় তাকে খুব বিরক্ত দেখাচ্ছিল। ডাগ-আউটে গিয়ে রাগে মোজা এবং বুট ছুড়ে মারেন ৩২ বছর বয়সী তারকা।

ম্যাচের পর ইনস্টাগ্রামের স্টোরিতে নেইমার অবশ্য লিখেছেন, ‘আশা করি, এটা বড় কিছু নয়...এটা স্বাভাবিক যে এক বছর পর মাঠে নামলে এমনটা হয়, চিকিৎসক আমাকে আগেই সতর্ক করেছিল, তাই আমার সতর্ক থাকতে হবে এবং আরও বেশি মিনিট খেলতে হবে।’

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে