শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

৭ রানে অলআউট হয়ে বিশ্বরেকর্ড!

যাযাদি ডেস্ক
  ২৫ নভেম্বর ২০২৪, ১০:২৫
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের খেলায় লজ্জার রেকর্ড করেছে আইভরি কোস্ট। নাইজেরিয়ার বিপক্ষে মাত্র সাত রানে অলআউট হয়েছে দলটি।

আগে কম রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ডটি ছিল আইল অব ম্যান ও মঙ্গোলিয়ার। আইভরি কোস্টের লজ্জার রেকর্ড গড়ার ম্যাচে আগে ব্যাট করে নাইজেরিয়া স্কোরবোর্ডে জমা করে ২৭১ রান। যা টি-টোয়েন্টির ইতিহাসে অষ্টম সর্বোচ্চ দলীয় সংগ্রহ। যার জবাব দিতে নেমে মাত্র ৭ রানে অলআউট আইভরি কোস্ট। যা এই ফরম্যাটে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড।

এর আগে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড ছিল মঙ্গোলিয়ার। সিঙ্গাপুরের বিপক্ষে ১০ রানে অলআউট হয়েছিল দলটি। যাকে এবার ছাড়িয়ে গেছে আইভরি কোস্ট।

বিশ্বরেকর্ড গড়ার ম্যাচে নাইজেরিয়া জয় পেয়েছে ২৬৪ রানের বড় ব্যবধানে। তাদের জয়ের ব্যবধানটিও রেকর্ড গড়েছে। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। এর আগে গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ে ২৯০ এবং মঙ্গোলিয়ার বিপক্ষে নেপাল ২৭৩ রানে জিতেছিল।

মূলত আইসিসির সহযোগী দেশগুলোর ম্যাচকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার পর থেকেই ক্রিকেটে এমন অদ্ভুতুড়ে রেকর্ড দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে। যা বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির এই সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবাতে পারে!

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে