নিগারের সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
প্রকাশ | ১০ এপ্রিল ২০২৫, ১৫:২৪

বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। লাহোরে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ে থাইল্যান্ডের বিপক্ষে ৭৮ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন এই তারকা। তবে সেঞ্চুরির খুব কাছে গিয়েও ৯৪ রানে অপরাজিত থেকে গেছেন শারমিন আক্তার। এই দুজনের ব্যাটে ৫০ ওভারে ৩ উইকেটে ২৭১ রান করেছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত ম্যাচে নিগারের সেঞ্চুরিটি ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম। এর আগে ২০২৩ সালে মিরপুরে ভারতের বিপক্ষে ১৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন ফারজানা হক। তবে সব দেশ মিলিয়ে মেয়েদের ওয়ানডেতে ৪৫ বলে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড অস্ট্রেলিয়ান কিংবদন্তি মেগ ল্যানিংয়ের। ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি এই রেকর্ড গড়েছিলেন।
৫০তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে নিগার খেলেন ৮০ বলে ১০১ রানের ইনিংস, যাতে ছিল ১৫টি চার এবং ১টি ছক্কার মার। এটা নিগারের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি; বাংলাদেশের তৃতীয়। আগের দুটি সেঞ্চুরিই করছেন ফারজানা। অন্যদিকে ৮০ বলে ১১ বাউন্ডারিতে ৯৪ রানে অপরাজিত থাকেন শারিমন। ওপেনার ফারজানার ব্যাট থেকে এসেছে ৮২ বলে ৫৩ রান।
বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে দলীয়ভাবেও রেকর্ড গড়েছেন নিগাররা। ২৭১ রান ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ স্কোর। এর আগে গত বছর নভেম্বরে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে ২৫২ রান তুলেছিলেন নিগাররা, যা এতদিন দলীয় সর্বোচ্চ স্কোর ছিল।
যাযাদি/ এসএম