পাকিস্তানকে কাছে টেনে ভারতকে না বলে দিল আমিরাত

প্রকাশ | ০৯ মে ২০২৫, ১৮:৪৫

যাযাদি ডেস্ক
ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান দুই প্রতিবেশী দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা দিনদিন বেড়েই চলছে। 

ভারত একের পর এক হুমকি-ধমকি দিয়ে পাকিস্তানে হামলা করে বিপাকেই পড়েছে।

ভারতের একাধিক ড্রোন হামলায় পাকিস্তানে ৩১ জন নিহত হন। পাল্টা হামলা করে পাকিস্তান। সেই হামলায় ভারতের ১৬ জন নিহত হন। 

তার চেয়েও বড় কথা, ভারতীয় ৭টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। এতে করে বড় ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারত। 

হামলা-পাল্টা হামলার কারণে ভারতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং পাকিস্তানে চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বন্ধ হয়ে যায়। 

দুই দেশ বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। যে কারণে টুর্নামেন্ট অন্য দেশে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। 

এই চেষ্টায় সফল হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

তারা সংযুক্ত আরব আমিরাতে পিএসএল আয়োজনের জন্য আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করলে তারা পিএসএল আয়োজনে রাজি হয়। 


পাকিস্তানের পরই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আমিরাতে আইপিএল আয়োজনের জন্য প্রস্তাব দেয়। 

কিন্তু পাকিস্তানকে আগে পিএসএল আয়োজনের অনুমতি দেওয়ার কারণে ভারতের প্রস্তাবে রাজি হতে পারেনি আমিরাত। 

৮ মে আমিরাতে পিএসএল আয়োজনের বিষয়টি চূড়ান্ত করে পিসিবি এবং পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়। 

ভারতীয় বোর্ডের অনুরোধ পাওয়ার পর ইসিবি জানায়, পিএসএলের জন্য ভেন্যুটি আগে থেকেই নির্ধারিত, যার ফলে সেখানে আইপিএল আয়োজন সম্ভব নয়। 

এদিকে, নিরাপত্তা শঙ্কা থাকায় গতকাল ধর্মশালায় আইপিএলের একটি ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপরই জরুরি বৈঠকে বসে আইপিএল কর্তৃপক্ষ। 

বিসিসিআইয়ের সোর্সের বরাতে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল, অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও পরে আইপিএল নিজেদের অফিসিয়াল বিবৃতিতে জানায়, এক সপ্তাহের জন্য স্থগিত থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

আইপিএলের বাকি অংশ এক সপ্তাহের জন্য স্থগিত করা হল। সব পক্ষের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।