মেসির গোলের পরও বড় হার ইন্টার মায়ামি
প্রকাশ | ১১ মে ২০২৫, ১১:৪৯

মার্কিন মুলুকে লিওনেল মেসি গিয়েছেন ক্যারিয়ারের পড়ন্ত বেলা উপভোগ করতে। ইন্টার মায়ামিতে বুড়ো মেসি উপভোগ করছেন তাড়িয়ে তাড়িয়ে। তার ভেলকিতে সাদামাটা এক দল থেকে মায়ামি হয়ে উঠেছে মেজর লিগ সকারে (এমএলএস) বড় দল। সেই বড় দলের হয়ে গত দুবছরে এমন লজ্জা পাননি মেসি।
এমএলএসের ম্যাচে রোববার (১১ মে) হেরেছে মায়ামি। এবারই প্রথম হেরেছে, ব্যাপারটি এমন নয়। তবে, মিনেসোটা ইউনাইটেডের বিপক্ষে ৪-১ গোলের হার মায়ামিতে যাওয়ার পর লিগ ম্যাচে মেসির সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়। অথচ, এই ম্যাচে মায়ামি অধিনায়ক ছিলেন অনবদ্য। দলের একমাত্র গোলটি করেছেন, মায়ামির নেওয়া ১০টি শটের ৫টিই এসেছে তার পা থেকে। হয়েছেন ম্যাচ সেরা।
মিনেসোটার মাঠ অ্যালিয়্যাঞ্জ ফিল্ডে প্রথমার্ধেই পিছিয়ে পড়ে মায়ামি। ৩২ মিনিটে বঙ্গকুহলে ও ৪৭ মিনিটে অ্যান্তোনির গোলে (প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে) এগিয়ে যায় মিনেসোটা। বিরতির পর ৪৮ মিনিটে মেসির গোলে ব্যবধান কমে। ৬৮ মিনিটে মায়ামি আবার পেছায় আত্মঘাতী গোলে। মার্সেলো ওয়েগান্ট বল জড়ান নিজেদের জালেই। আর ৭০ মিনিটে রবিন লডের গোলে মায়ামি পায় ৪-১ গোলে হারের লজ্জা।
এই পরাজয়ে মায়ামি হারিয়েছে পয়েন্ট টেবিলের তিনে ওঠার সুযোগ। ১১ ম্যাচে ৬ জয় ও, ৩ ড্রতে তাদের পয়েন্ট এখন ২১। হেরেছে দুই ম্যাচ।
যাযাদি/ এসএম