আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে জ্যোতিদের উন্নতি

প্রকাশ | ১৪ মে ২০২৫, ১৯:০৯

যাযাদি ডেস্ক
আইসিসির ওমেন্স টি২০ র‌্যাংকিংয়ে সপ্তম স্থানে উঠে আসায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের উল্লাস: ছবি যায়যায়দিন

আইসিসির ওমেন্স টি২০ র‌্যাংকিংয়ে দুঃসংবাদ শোনা বাংলাদেশ ওয়ানডেতে পেল আনন্দের সংবাদ। বার্ষিক হালনাগাদে এই সংস্করণে উন্নতি করেছে নিগার সুলতানা জ্যোতির দল। এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে তারা।

শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা ও ভারতকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের পর ওমেন্স ওয়ানডে র‌্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করার কথা আগেই বলেছিল আইসিসি। গত রোববার শেষ হয় সিরিজটি। এর দুই দিন পর বুধবার প্রকাশ করা হলো র‌্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদ।

চলতি মাসের শুরুতে টি২০ র‌্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করেছিল আইসিসি। সেখানে এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে যায় বাংলাদেশ।

ওয়ানডের হালনাগাদে ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত পারফরম্যান্সকে বিবেচনায় নেওয়া হয়েছে ৫০ ভাগ, পরের বছরের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ।

৫০ ভাগ বিবেচনার ওই সময়টায় ১৭ ওয়ানডে খেলে কেবল তিনটিতে জিততে পারে বাংলাদেশ। ৯টিতে পায় হারের তেতো স্বাদ। তিনটিতে কোনো ফল আসেনি। আর টাই হওয়া দুই ম্যাচের একটিতে সুপার ওভার হয়, যেখানে ভারতকে হারায় বাংলাদেশ।

শতভাগ বিবেচনায় নেওয়ার সময়টা অবশ্য ভালো কেটেছে বাংলাদেশের। গত এক বছরে ১১ ওয়ানডে খেলে সাতটিতে জয়ের স্বাদ পেয়েছে তারা। বাকি চারটিতে পরাজয়।

যাযাদিন/এল